এমপি’র কার্টুন আঁকায় শিল্পীকে ২৫ বেত্রাঘাত
ইরানের এমপি আহমাদ লোতফি আশতিয়ানির ব্যাঙ্গচিত্র আঁকার
অপরাধে অঙ্কনশিল্পী মাহমুদ শোকরায়ে’কে ২৫ ঘা বেত্রাঘাত দেয়া হয়েছে। এ
ঘটনার নিন্দা জানিয়েছেন কার্টুনশিল্পীরা। এ ঘটনা ঘটেছে ইরানের মারকাজি
প্রদেশে। এ বিষয়ে ভারতের একটি অনলাইন ট্যাবলয়েড দৈনিক জানায়, মারকাজিতে
অবস্থিত মিডিয়াবিষয়ক আদালত ওই এমপিকে অবমাননা করার জন্য শোকরায়েকে দোষী
সাব্যস্ত করে। তিনি যে কার্টুন এঁকেছেন তাতে আশতিয়ানিকে একটি ফুটবল মাঠে
ফুটবল খেলোয়াড় হিসেবে দেখানো হয়েছে। তাতে তার এক হাতে একটি অভিনন্দন বার্তা
এবং পা একটি স্থির বলের ওপর স্থির। তার কপালে কালো চিহ্ন রয়েছে। নামাজ
আদায়ের ফলে এমন চিহ্ন পড়ে থাকে। কিন্তু প্রকৃতপক্ষেও তার কপালে এরকম চিহ্ন
রয়েছে। কিন্তু ব্যঙ্গচিত্রে তার কিছুতা কমবেশি করা হয়েছে। এ নিয়ে ইরানের
সমাজ ব্যবস্থায় তীব্র বিতর্ক হচ্ছে। তার মধ্যে জড়িয়ে পড়েছেন অনেক
রাজনীতিবিদ। তারা বলছেন, এর মাধ্যমে দেশের খেলাধুলার জগতে হস্তক্ষেপ করা
হয়েছে।
No comments:
Post a Comment