Saturday, May 19, 2012

২০ পাউন্ডে ইচ্ছামতো খাবার তবে...

বৃটেনের একটি চায়নিজ রেস্টুরেন্ট মাত্র ২০ পাউন্ডে ইচ্ছামতো খাবার খাওয়ার বিশেষ অফার দিয়েছে। তবে সঙ্গে এর শর্ত হিসেবে বলা হয়েছে যে, থালায় কোন খাবার নষ্ট করা যাবে না। নষ্ট করলেই অতিরিক্ত ২০ পাউন্ড জরিমানা গুনতে হবে। সাউথ শিল্ডের কেইলিন বাফেট নামের রেস্টুরেন্টের ম্যানেজার নোটিশ দিয়েছেন, ‘সব খাও না হয় জরিমানা দাও’। এতে করে অনেককেই জরিমানা দিতে হচ্ছে। যেমন এক মা তার ১০ ও ৬ বছর বয়সী দু’সন্তানকে নিয়ে এসে জরিমানা দিয়েছেন ২০ পাউন্ড। কারণ তারা থালায় একটি অনিয়ন রিং, টোস্ট ও রোল ফেলে গেছেন। এদিকে একজন কাস্টমার অভিযোগ করেছেন রেস্টুরেন্টটি ভাল নয়। তারা একটা ফাঁদ পেতেছে। তিনি জানান, তারা খেয়ে ১৮ পাউন্ড পরিশোধ করেছেন। তারপর থেকে যাওয়া খাদ্য জরিমানা না দেয়ার জন্য ওরা না দেখে মতো তিনি ব্যাগে ভরে নিয়েছেন। রেস্টুরেন্টটির ম্যানেজার ফাং বলেন, আমরা এটা করেছি, এত করে আমাদের স্টাফদের কাস্টমারদের সঙ্গে অতিরিক্ত কথা বলতে হচ্ছে না। এটা না করলে অনেকেই খাবার নষ্ট করে এবং এ কারণে আমাদের চার্জ দিতে হয়। এজন্যই তাদের নীতি বলে জানান তিনি।

No comments:

Post a Comment