Sunday, June 3, 2012

কথা রাখলেন পুনম

 শেষ পর্যন্ত কথা রাখলেন বলিউডের এ সময়ের সর্বাধিক আলোচিত পুনম পাণ্ডে। তিনি তার ভক্ত ও অনুসারীদের রীতিমতো চমকে দিলেন। কথা দিয়েছিলেন- আইপিএলে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হলে তিনি নগ্ন হবেন। বলিউড বাদশা শাহরুখ খান (এসআরকে)-এর বিজয় উদ্‌যাপন করবেন। ঠিক তাই করলেন। পুরো নগ্ন হয়েছেন তিনি। আর সেই সময়ের ছবি তুলে তা সামাজিক ওয়েবসাইট টুইটারে ছেড়ে দিয়েছেন। সঙ্গে অনেক কথা বলেছেন। রোববার রাতে চেন্নাইয়ের অনুষ্ঠিত আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) চ্যাম্পিয়ন হওয়ার পরপরই তিনি নিজের পুরো নগ্ন ছবি টুইটারে পোস্ট করেন। গত মাসে আইপিএল যখন আস্তে আস্তে ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে তখন তিনি একটি টুইটার বার্তা লেখেন। তাতে তিনি লিখেছিলেন- ‘ওয়া..ও  আমি যে দলকেই সমর্থন করি সেই দলই বিজয়ী হয় # আইপিএল# কেকেআর# এসআরকে আমি প্রতিশ্রুতি দিয়েছি একটি ছবি তুলব# তাতে আমার সারা শরীর থাকবে উদোম’। কেকেআর যখন বিজয়ী হয় তখন তিনি আবার টুইটারে বার্তা লেখেন- ‘সতর্কতা- ১৮ বছর ও এর কম বয়সীদের এই ছবি দেখতে চেষ্টা করা উচিত হবে না। কম বয়সী কেউ এ ছবি দেখলে তার দায় দায়িত্ব আমি নেবো না# নতুন ছবি# একেবারে নগ্ন’। এর পরেই পুনম পাণ্ডে চমকে দেন। সত্যি সত্যি তিনি কথা রাখলেন! সত্যি সত্যি তিনি কাপড় খুলে ফেললেন! আর সেই অবস্থায় ছবি তুলে নিজের প্রতিশ্রুতি রাখলেন! ছবিটি পোস্ট করে দিলেন টুইটারে। তাতে লিখলেন- ‘# নতুন ছবি এবং আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই ছবিটি সেই প্রতিশ্রুতি রাখা # আইপিএল # কেকেআর # এসআরকে # পুরো নগ্ন # শুধু ১৮ বছরের বেশি বয়সীদের জন্য’। এ কথা বলে তিনি যে ছবিটি পোস্ট করেছেন তাতে তাকে দেখা যাচ্ছে, পুরো বিবস্ত্র হয়ে তিনি উপুড় হয়ে শুয়ে আছেন। তবে তাতে শরীরের স্পর্শকাতর জায়গাগুলো দেখা যাচ্ছে না। ওদিকে গতকাল আবারও তিনি টুইটারে বলেছেন, রোববার রাতে যে ছবিটি পোস্ট করেছি সেটা সবেমাত্র শুরু। এর পর রয়েছে এর চেয়েও বেশি কিছু। তবে তা দেখতে ধৈর্য ধরে আরও অপেক্ষা করতে হবে।

No comments:

Post a Comment