৩৮ তলা উপরে সুইমিং পুল!

একটি সুইমিংপুল। ভূমি থেকে ৩৮ তলা উপরে। সাঁতার তো
পরের কথা। আগে সাহস চাই সাঁতারুর। হ্যাঁ, এমন একটি প্রকল্প হাতে নিয়েছে
সিঙ্গাপুর। যেখানে ‘স্কাই হেবিটেট সিঙ্গাপুর’ প্রকল্পের বৃহৎ দু’টি
টাওয়ারকে সংযুক্ত করা হয়েছে বিশাল সুইমিংপুল দ্বারা। উচ্চাকাঙ্খী এই
প্রকল্প শেষ হবে ২০১৬ সালে। সিঙ্গাপুরের সেন্ট্রাল দ্বীপ বিশান-এর শহরতলিতে
৫০৯ অ্যাপার্টমেন্ট বিশিষ্ট এই প্রকল্প তার বসবাসকারীদের সরবরাহ করবে
আকর্ষণীয় সব দৃশ্য। এর ডিজাইন করেছে দ্য মোশে স্যাফডি ডেভেলপমেন্ট। এতে
ফ্ল্যাটের মালিকরা আকাশ-ব্রিজ ব্যবহার করে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে
যেতে পারবেন। ভবনের ১৪তম ও ২৬তম ফ্লোরে থাকবে এসব আকাশ ব্রিজ। প্রকল্পটির
ডেভেলপার ক্যাপিটাল ল্যান্ড-এর সিইও ওং হেং ফাইন বলেন, স্কাই হেবিটেটের
মাধ্যমে আমরা আগামী প্রজন্মের বাসস্থান তৈরি করছি। যেখানে একটা
অ্যাপার্টমেন্ট হবে একটি হাউজের মতো। স্কাই হেবিটেট তার বাসিন্দাদের
হাইরেইজ অ্যাপার্টমেন্টে বসবাসের পরও হাউজের সুবিধা দিচ্ছে এভাবে। এতে
রয়েছে প্রাকৃতিক বাতাস, বিলাসবহুল বাগান, আকাশ ব্রিজসহ হাঁটার বিভিন্ন
ব্যবস্থা। একই সঙ্গে সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় ও বিলাসবহুল সুবিধা সংবলিত
স্থানে বাসের সুযোগ পাচ্ছেন এর বসবাসকারীরা। স্যাফডি এর আগেও সুইমিংপুল
বানিয়েছে। সেটা ছিল চারশ’ কোটি পাউন্ডে বানানো ম্যারিনা বে স্যান্ডস
ডেভেলপমেন্টে। ওটাও সিঙ্গাপুরে অবস্থিত। জাহাজের আকৃতির স্কাইপার্ক হচ্ছে
পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল তিনটি হোটেলের ১ম স্থানের অধিকারী। খোলা বাতাসের
সুইমিংপুলটি নেমো-৩৩ এর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় থাকবে। নেমোর গভীরতা ৩৩
মিটার যা পৃথিবীর সবচেয়ে গভীর সুইমিংপুল। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের
দ্য ভেন্যু সুইমিংপুলে ২৫ লাখ লিটার পানি আছে। এটা বিশেষত স্কুবা
ড্রাইভারদের প্রশিক্ষণের জন্য। এটি চিলির স্যান অ্যালফনসো ডেলমার রিসোর্টের
সুইমিংপুল থেকে কিছুটা ছোট। পৃথিবীর সবচেয়ে বড় সুইমিংপুল চিলির স্যান
অ্যালফনসো। এটা ১শ’ কোটি ডলার ব্যয়ে তৈরি করা হয়। এতে পানির পরিমাণ ৬ কোটি
৬০ লাখ গ্যালন।
No comments:
Post a Comment