সাড়ে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ভারতের
ব্যাঙ্গালোরে এক ফরাসি কূটনীতিককে গ্রেপ্তার করা হয়েছে। টেলিভিশন রিপোর্টে
বলা হয়েছে, অভিযুক্ত কূটনীতিক প্যাসকাল মেজুয়েরকে গতকাল সকালে গ্রেপ্তারের
পর ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গতকালই তাকে আদালতে হাজির করার
কথা। তিনি কোন কূটনৈতিক ক্ষমার সুবিধা পাবেন না বলে নয়া দিল্লি ফরাসি
দূতাবাসের পক্ষ থেকে জানানো হলেও সোমবার ব্যাঙ্গালোর পুলিশ তাকে গ্রেপ্তার
করতে অস্বীকার করেছিল। নয়া দিল্লির ফরাসি দূতাবাস জানিয়েছে, ৩৯ বছর বয়সী
মেজুয়ের ব্যাঙ্গালোরের ফরাসি কনসুলেটে ডেপুটি হেড অব চেন্সারির দায়িত্বে
রয়েছেন। তার স্ত্রী তার বিরুদ্ধে নিজের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ এনেছেন।
তিনি কোন কূটনৈতিক পাসপোর্টের অধিকারী নন বলে ফরাসি দূতাবাস উল্লেখ করেছে।
তবে পুলিশ বলেছিল, মেজুয়েরকে গ্রেপ্তারের জন্য তারা পররাষ্ট্র
মন্ত্রণালয়ের লিখিত নির্দেশের অপেক্ষায় রয়েছে। মেজুয়েরের স্ত্রী সুজা জোনস
মেজুয়েরের অভিযোগের ভিত্তিতে পুলিশ তার বিরুদ্ধে গত বৃহস্পতিবার একটি মামলা
নিয়েছিল। তবে তখন তারা তাকে আটক করেনি।
No comments:
Post a Comment