আইএসআই দিয়ে আল কায়েদার প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র

একে তো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’কে নিয়ে
অভিযোগের অন্ত নেই, তার ওপর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান
ইমরান খান ওই সংস্থার বিরুদ্ধে নতুন এক অভিযোগ উত্থাপন করলেন। তিনি বললেন,
আল কায়েদা এবং এর সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে প্রশিক্ষণ দিয়েছে
আইএসআই। এ কাজে আইএসআই’কে আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা
সংস্থা সিআইএ। দু’দশক আগে এ ঘটনা ঘটেছে। এর কারণ হলো- তখনকার সোভিয়েত
ইউনিয়নকে মোকাবিলা করা। অর্থাৎ সাবেক সোভিয়েত ইউনিয়নকে মোকাবিলার কৌশল
হিসেবে আইএসআই’কে ব্যবহার করে সিআইএ ওই প্রশিক্ষণ দিয়েছে। গতকাল অনলাইন
জি-নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান
অ্যাসাঞ্জের ৯ম টেলিভিশন শোতে একথা বলেছেন ইমরান খান। এতে তিনি বলেছেন, আল
কায়েদা ও ওসামা বিন লাদেন তখন পাকিস্তান সেনাবাহিনীর মূল্যবান সম্পদে পরিণত
হয়েছিল। তাদেরকে প্রথমে প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী ও
সিআইএ। কিন্তু ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার পর
তারা ১৮০ ডিগ্রিতে মুখ ফিরিয়ে নিয়েছে। অর্থাৎ তারা তাদের অবস্থানের
পুরোপুরি বিপরীতে চলে যায়। ইমরান খান পাকিস্তান-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে
‘প্রজা-প্রভু’র সম্পর্ক বলে অভিহিত করেন। যেখানে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে
তাদের ভাড়া করা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। পাকিস্তানকে ব্যবহার করে
যুক্তরাষ্ট্র তার নিজের শত্রুদের হত্যা করতে চেয়েছিল। তিনি বলেন, নিজেদের
সেনাবাহিনীর হাতে ৪০ হাজার পাকিস্তানি নিহত হন। ওই অনুষ্ঠানে গত বছর ২রা মে
অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের নেভি সিলের অভিযান সম্পর্কে তিনি বলেন, সেটা
ছিল পাকিস্তানের জন্য অপমানজনক পদক্ষেপ। আমাদের গুরুত্বপূর্ণ এই মিত্র
আমাদের বিশ্বাস করতে পারেনি। তাই তারা নিজেরাই এসে আমাদের মাটিতে কাউকে
হত্যা করলো।
No comments:
Post a Comment