Thursday, June 21, 2012

ক্ষমা চাইলেন ভালেরি

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের ‘ডমেস্টিক পার্টনার’ বা প্রেমিকা ভালেরি ত্রায়েরওয়েইলার ক্ষমা চেয়েছেন। তিনি ওলাঁদের সাবেক স্ত্রী সেগোলিন রয়েলের সম্পর্কে টুইটারে আপত্তিকর মন্তব্য করায় তা নিয়ে যখন উত্তেজনা দেখা দেয় তখনই ভালেরি ক্ষমা চাইলেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, সাবেক স্ত্রী সেগোলিন রয়েলের সঙ্গে ওলাঁদের দাম্পত্য টিকে ছিল ৩০ বছর। এ সময়ে তারা ৪ সন্তানের জনক-জননী হয়েছেন। বর্তমানে সেই সন্তানরা অবস্থান করছে ফ্রান্সের ফার্স্ট দম্পতির সঙ্গে। কিন্তু ভালেরির কার্যকলাপে তার সঙ্গে তারা এখন অবস্থানে অনীহা দেখাচ্ছে। ওদিকে সেগোলিন রয়েলকে এক সময় ওলাঁদে আশা দিয়েছিলেন তিনি জাতীয় পরিষদে নির্বাচিত হলে তাকে স্পিকার করা হবে। কিন্তু তিনি নির্বাচনে হেরে যান। এ নিয়ে ভালেরি তাকে উপহাস করেন। ফলে তা নিয়ে যখন আলোচনা ছড়িয়ে পড়ে তখন ভালেরি সেগোলিনের কাছে ক্ষমা চান। তার এক বান্ধবী বলেছেন, ভালেরি তাকে বলেছে- আমি ভুল করেছি। আমি পরিণতি নিয়ে আগে ভাবিনি।

No comments:

Post a Comment