ফুটবল ভক্তদের নিয়ে বিপত্তি

ইউরো কাপে ফ্যান বা ভক্তদের নিয়ে বেশ চাপে রয়েছে
প্রশাসন। কারণ, ভক্তদের অনেকে এরই মধ্যে সামপ্রদায়িক কর্মকাণ্ড ঘটিয়ে
ফেলেছেন। কোন কোন দলের ভুয়া ভক্ত সেজে মাঠে উপস্থিতির সংখ্যাও বেড়ে গেছে।
তারাই নানা অঘটন ঘটিয়ে যাচ্ছে। এ জন্য পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়।
ইউরো-২০১২ উপলক্ষে ইংল্যান্ড দলের ভক্ত সেজে অনেক মানুষ খেলার মাঠে প্রবেশ
করছে। এ জন্য ইংল্যান্ডের ভক্তদের সঙ্গে বৃটিশ পুলিশের একটি স্কোয়াড রয়েছে।
তাদের প্রধান অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল অ্যান্ডি হল্ট বলেছেন, ভুয়া
ইংলিশ ফ্যানরা ইংল্যান্ডের জার্সি পরে স্যাবোটাজ ঘটাতে পারে। এ নিয়ে তাদের
উদ্বেগ বেশি। কারণ, এমনটা হলে নিরপরাধ সমর্থকরা হয়রানির শিকার হতে পারে।
এমনিতেই ইংলিশ ফুটবলের ভক্ত বেশি। ইংল্যান্ডে ক্লাবগুলোর খেলার কারণে এই
জনপ্রিয়তা। তাই তাদের ভক্ত রয়েছে রাশিয়া, ইউক্রেনসহ প্রতিবেশী অনেক দেশে।
আগামী প্রায় দু’সপ্তাহ চলবে ইউরো কাপ। এ উপলক্ষে ওইসব ভক্ত সমাবেশ ঘটাবে
খেলার মাঠে। অ্যান্ডি হল্ট বলেছেন, খেলার মাঠে আমরা ইংল্যান্ডের টি-শার্ট
পরা অনেক রাশানকে দেখতে পেয়েছি। তারা যদি সত্যিকার অর্থে ইংল্যান্ডকে
সমর্থন করে তাহলে খুবই ভাল কথা। কিন্তু ইংল্যান্ডের টি-শার্ট পরে তারা যদি
কোন অঘটন ঘটানোর চেষ্টা করে তাহলে আমি আমার অফিসারদের নির্দেশ দেবো তাদের
কাছে যেতে। তাদের কাছে কারণ জানতে বলবো। জানতে চেষ্টা করবো তারা কোন দেশের
নাগরিক। অ্যান্ডি হল্ট বলেছেন, এখনকার দিনে ইংল্যান্ডের ভক্তদের নিয়ে খুব
কম সমস্যা হয়। তিনি বলেন, আমরা আশ্বস্ত করার চেষ্টা করছি যে, ইংল্যান্ডের
ভক্তরা পুরোপুরি পুলিশি নিয়ন্ত্রণে রয়েছে। যদি ইংল্যান্ডের কোন ভক্ত কোন
বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেবো। কিন্তু অন্য
দেশের কোন ব্যক্তি যদি ভুয়া সাপোর্টার সেজে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে
তাহলে তো নিয়ন্ত্রণ করা কঠিন। এবার ইউরো কাপে ইংল্যান্ডের প্রায় ৫ হাজার
ভক্ত উপস্থিত থাকতে পারে।
No comments:
Post a Comment