Wednesday, June 13, 2012

সমর্থক নিলামে

নিলামে প্রসিদ্ধ কোন চিত্রকর্ম, বিখ্যাত ব্যক্তিদের ব্যবহৃত জিনিসপত্র বিক্রির কথা শোনা গেছে এতকাল। কিন্তু এবার ইউরোকাপে নিলামে বিক্রি হয়েছে মানুষ, অর্থাৎ ফুটবল ভক্ত। এজন্য ই-বে’তে তারা বিক্রি হওয়ার জন্য বিজ্ঞাপনও দিয়েছিল। এমন ঘটনা ঘটিয়েছেন বেলজিয়ামের একদল ফুটবল ভক্ত। তাদের দেশ এবার ইউরোকাপে কোয়ালিফাই করতে পারেনি। তবে তাদের প্রতিবেশী দেশ নেদারল্যান্ডস কোয়ালিফাই করে খেলছে। তাই তারা ওই বিজ্ঞাপন দিয়েছে যে, তারা কোন দলের পক্ষে ফ্যান হিসেবে বিক্রি হতে চান। এজন্য তারা ফেসবুকেও বিজ্ঞাপন দিয়েছে। তাতে লিখেছে- ‘বেলজিয়ান সকার ফ্যানস ফর সেল ফর ইউরো-২০১২’। এ খবর দিয়েছে ব্যাংকক পোস্ট। বিজ্ঞাপন দিয়ে তারা বলেছে, তারা বিক্রি হলে সেই অর্থ দিয়ে দেবে ইউনিসেফে। ফেসবুকে ‘বেলজিয়ান সকার ফ্যানস ফর সেল ফর ইউরো ২০১২’ পেজের সদস্য সংখ্যা ২০ হাজারের বেশি। এতে তারা বলেছে, তাদের দেশ এবারের খেলায় নেই। কিন্তু তারা মাঠের মজা পেতে চায়। মনপ্রাণ উজাড় করে চিৎকার করতে চায়। তারা লিখেছে, ২০১২ ইউরোকাপে বেলজিয়ামের কোন দল নেই। কিন্তু এ টুর্নামেন্ট অনেক মজার। এক্ষেত্রে আমাদের কোন দল নেই। কোন দলের সমর্থক হলে খেলা উপভোগ্য হয়ে ওঠে। তাই আমরা নিলামে বিক্রি হতে চাই। কোন দেশের সমর্থক হতে চাই। এক্ষেত্রে যারা সবচেয়ে বেশি দাম হাঁকবে তাদের কাছেই আমরা বিক্রি হয়ে যাবো। এ থেকে যে লাভ আসবে তার সবটাই চলে যাবে ইউনিসেফে। এ ঘটনার পর এক ডাচ ব্যক্তি তাদেরকে কিনতে উদ্যোগ নিয়েছেন। এর ফলে ইউনিসেফের ফান্ডে ৩ হাজার ইউরো জমা হতে পারে বলে জানিয়েছে বেলজিয়ানের দৈনিক ভারস লভেনির। তবে ‘বেলজিয়ান সকার ফ্যানস ফর সেল ফর ইউরো-২০১২’ বলেছে, তাদেরকে যে দল কিনে নিয়েছে তারা যদি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায় তাহলে তারা ২৪ ঘণ্টার জন্য শোক প্রকাশ করবে। এরপরই ফের ই-বে’তে নিলামের ডাক দেবে।

No comments:

Post a Comment