১৬তলা থেকে ফেলে দু’সন্তানকে হত্যা

সন্তানদের আচরণে অতিষ্ঠ হয়ে ১৬ তলা থেকে নিচে ফেলে দুই
সন্তানকে হত্যা করেছে রাশিয়ার এক মা। এ ঘটনার পর দুই সন্তানকে হত্যার
অভিযোগে পুলিশ ৩০ বছর বয়সী গ্যালিনা রেবখোবা নামের ওই নারীকে গ্রেপ্তার
করেছে। তাকে আটক করা হলেও তখন বেশ ভাবলেশহীন দেখাচ্ছিল তাকে। চার এবং সাত
বছর বয়সী শিশু দুটির দেহ উপর থেকে মাটিতে আছড়ে পরার শব্দে প্রতিবেশীরা
বিষয়টি পুলিশকে জানায়। উপর থেকে ফেলে দেয়ার পরপরই প্রতিবেশীরা শিশু দুটিকে
হাসপাতালে নেয়ার চেষ্টা করলেও এম্বুলেন্স আসার আগেই তারা মৃত্যু বরণ করে।
এক রিপোর্টে জানা গেছে, দুই সন্তানের আচরণে ওই নারী হতাশ হয়ে পড়েছিল। তাই
তাদের হাত থেকে রেহাই পেতে সে দু’জনকেই ব্যালকনি থেকে নিচে ফেলে দেয়।
স্বামী ব্যবসার কাজে বাড়ির বাইরে থাকলেও তিনি সন্তানদের নিয়ে নবম তলাতে
থাকতেন। ধারণা করা হচ্ছে, সন্তানদের ফেলে দিতেই তিনি রোববার তাদের নিয়ে
১৬তলায় উঠে গিয়েছিলেন। ওই অ্যাপার্টমেন্ট ভবনের একজন প্রতিবেশী লাইফ নিউজকে
এ দুর্ঘটনার ব্যাপারে বলেছেন, ওই ভবন থেকে দুটি শিশু নিচে পড়ে গেছে বলে
জানিয়ে তার স্ত্রী তাকে ঘুম থেকে জাগিয়ে তোলেন। তারা দৌড়ে গিয়ে দেখেন ভবনের
মূল চত্বরে দুটি শিশু পড়ে আছে। ওই ব্যক্তি বলেছেন, ঠিক তখনই তাদের মা ভবন
থেকে বেরিয়ে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম এগুলো তার সন্তান কিনা। সে
ভাবলেশহীনভাবে তখন জবাব দিলো, হ্যাঁ আমিই তাদের নিচে ছুড়ে ফেলে দিয়েছি। এ
ঘটনার পর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, স্বামী তার সঙ্গে
প্রতারণা করছেন এমন সন্দেহে এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এ
বিষয়ে তদন্ত চলাকালীন তাকে মানসিক হাসপাতালে চিকিৎসা দেয়া হবে।
No comments:
Post a Comment