নারীদের জন্য নিষিদ্ধ
খোলা স্থানে বিশাল স্ক্রিনে ইউরোকাপ দেখা নারীদের জন্য
নিষিদ্ধ করা হয়েছে ইরানে। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওইসব
স্থানে বেশি জনসমাবেশ হবে। সেখানে অস্বস্তিকর পরিবেশ থেকে রক্ষা করতে
নারীদের প্রকাশ্য স্থানে বিশাল স্ক্রিনে ইউরোকাপের সরাসরি সমপ্রচার দেখার
ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। সামাজিক বিষয়ক ইরানের উপ-পুলিশ কমান্ডার
ইনচার্জ বাহমান কারগার বলেছেন, যখন নারী ও পুরুষে মিলে কোন থিয়েটারে সরাসরি
ফুটবল খেলা দেখে সেখানে অনুপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। খেলা চলার সময় অনেক
পুরুষ আনন্দে চিৎকার করে ওঠে। কেউ কেউ আপত্তিকর মন্তব্য করেন। কেউ বা নোংরা
কৌতুক করেন। এটা কোন নারীর সম্মানের প্রতি হুমকি। এক্ষেত্রে যে নিষেধাজ্ঞা
দেয়া হয়েছে সেজন্য পুলিশকে নারীদের ধন্যবাদ দেয়া উচিত। ইরানে এমনিতেই
নারীদের অধিকার সীমিত। তারা শুধু নারীদের জন্য নির্ধারিত সুইমিংপুল, সমুদ্র
সৈকতে যেতে পারেন। তারা পাবলিক বাসের পিছনের সারিতে বসে যাতায়াত করতে
পারেন। নারীরা শুধু নারীদের জন্য নির্ধারিত ট্যাক্সিক্যাব ও গাড়িতে সফর
করতে পারেন।
No comments:
Post a Comment