Friday, June 8, 2012

থ্রিডি ম্যাপ বানাতে গুগল-এর বিমান

সার্চ-ইঞ্জিন জায়ান্ট গুগল ইন করপোরেশন এবার অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন শহরের থ্রিডি ম্যাপ বা ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করবে। তবে শহরগুলোর নাম এখনও প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। এজন্য শহরগুলোতে ছোট আকারের বিশেষ বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে গুগল। বিমানগুলোতে সংযুক্ত থাকবে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা। ক্যামেরায় তোলা ছবির ওপর নির্ভর করে বিশ্বের মানচিত্র তৈরিতে এটাই গুগলের সর্বশেষ পরিকল্পনা। উচ্চাকাঙ্ক্ষা পূরণে প্রতিষ্ঠানটির নেয়া বিভিন্ন পদক্ষেপ মাঝে মধ্যে যে বিতর্কের জন্ম দেয়নি তা নয়। গুগলের নতুন এ পরিকল্পনা অনুযায়ী, এ বছরের শেষ নাগাদ তারা প্রথমবারের মতো কয়েকটি শহরের ত্রিমাত্রিক মানচিত্র বানাবে। বুধবার সানফ্রানসিসকোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান গুগলের কর্মকর্তারা। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ‘গুগল আর্থের’ এক প্রোডাক্ট ম্যানেজার পিটার বার্চ বলেন, আমরা এমন একটি ইন্দ্রজাল বানানোর চেষ্টা করছি, যেখানে আপনারা কোন শহরের ওপর দিয়ে ওড়ার স্বাদ পাবেন। এটা হবে অনেকটা ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ার মতো ব্যাপার। 

No comments:

Post a Comment