এবার রোজলিন

পুনম পাণ্ডের পর এবার রোজলিন খান। পুনম পাণ্ডের পথ ধরে
তিনিও নগ্ন পোজ দিলেন। তবে পুনম পাণ্ডের মতো পুরো নগ্ন নন, টপলেস। অর্থাৎ,
রোজলিন খান তার শরীরের উপরের অংশ অনাবৃত করে ছবি তুলেছেন ক্রিকেটের প্রতি ও
ক্রিকেটারের প্রতি ভালবাসার প্রকাশ ঘটানোর জন্য। এ ক্ষেত্রে ব্যতিক্রম
হলো- পুনম পাণ্ডে নগ্ন হয়েছেন তার প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স আইপিএলে
বিজয়ী হওয়ায়। আর রোজলিন খান নগ্ন হলেন তার প্রতিদ্বন্দ্বী দল চেন্নাই সুপার
কিং ও এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য। গতকাল টাইমস অব ইন্ডিয়ায় এ
নিয়ে রোজলিনের ওই ছবিসহ রিপোর্ট প্রকাশিত হয়। এতে দেখা যায়, রোজলিন দু’হাত
ক্রস করে বুকের ওপর রেখেছেন। তাতে সামান্যই লজ্জা ঢাকতে পেরেছেন তিনি।
রোজলিন খান ভারতের মডেল। তবে ইদানীং তিনি অভিনয়ে এসেছেন। তিনি নিজের ওই ছবি
তোলার পর বলেছেন, আমি চেন্নাই দলকে ও ধোনিকে ভালবাসি। সর্বোপরি তারা সেরা।
বাস্তবিকই আমি ভেবেছিলাম তারা জিতবে। কিন্তু তাদের হারে আমার স্বপ্ন
চুরমার হয়ে গেছে। তা যাই হোক, আমি আমার প্রিয় দলের প্রতি আমার ভালবাসার
প্রকাশ ঘটালাম। আমি নিশ্চিত আগামী আইপিএলে তারা আবার ফিরে আসবে। কিন্তু তার
আগে তারা চ্যাম্পিয়ন্স লীগে ইতিহাস সৃষ্টি করবে। তাদের প্রচেষ্টার জন্য এ
ছবিটা আমার সামান্য (টোকেন) প্রশংসা।
No comments:
Post a Comment