মশার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় গ্রেপ্তার ৫৩
মশার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়ায় শ্রীলঙ্কায় ৫৩
ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সমপ্রতি সেখানে ডেঙ্গুবিরোধী অভিযান শুরু
হয়েছে। তাতে সেনা সদস্য, পুলিশ ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োজিত করা
হয়েছে। তাদের কাজ হলো যেখানে মশা প্রজনন ঘটায় সেসব স্থানে অভিযান চালিয়ে
প্রজনন বন্ধ করে দেয়া। আর এভাবে ক্রমবর্ধমান ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব
কমিয়ে আনা যেতে পারে। রোববার রাজধানী কলম্বোতে ওইসব কর্মকর্তা-কর্মচারী,
সেনা, পুলিশ সদস্যরা ১১ হাজার ৫০০ বাড়িতে অভিযান চালিয়েছে। এ সময় যেসব
বাড়ির চারপাশ পরিষ্কার পাওয়া যায়নি সেসব বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে ৫৩
ব্যক্তিকে। শাস্তি হিসেবে তাদেরকে জরিমানা ও ৬ মাসের জেল দেয়া হতে পারে। এ
খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়েছে, শ্রীলঙ্কায় এ বছর ভয়াবহ
আকারে ডেঙ্গুজ্বর ছড়িয়ে পড়েছে। এতে এরই মধ্যে মারা গেছেন কমপক্ষে ৭৪
ব্যক্তি। আক্রান্ত হয়েছে ১৫০০০। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যেসব মানুষের
বাড়ির চারপাশ পরিষ্কার নয় সেখানে ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব বেশি। কারণ,
অস্বাস্থ্যকর পরিবেশে ডেঙ্গুবাহী মশার প্রজনন হয়।
No comments:
Post a Comment