রাহুলকে যৌতুক প্রস্তাব

যে কোন মূল্যে নিজের মেয়েকে কংগ্রেস সেক্রেটারি,
সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধীর কাছে বিয়ে দিতে চান ওম শান্তি শর্মা
নামের এক নারী। এজন্য দিল্লির যন্তর মন্তরে অনশন পালন করে যাচ্ছেন
রাজস্থানের ওম শান্তি। সেখানে একটি প্ল্যাকার্ড হাতে ৯ই জুলাই থেকে অনশন
করে আসছেন তিনি। প্ল্যাকার্ডে লেখা-‘রাহুল গান্ধী সে আপনি বেটি কি রোড়া
মাঙ্গ’ (রাহুল গান্ধীর সঙ্গে আমার মেয়ের আত্মীয়তা চাই)। এছাড়া কারো সঙ্গে
কোন কথাই বলছেন না শর্মা। কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছেন নিজ
মেয়ের উপযুক্ত জীবনসঙ্গীর জন্য। আর এই উপযুক্ত পাত্র কেবলই রাহুল। হলুদ
শাড়ি পরা ওম শান্তি গভীর বৃষ্টির মধ্যেও সেখান থেকে সরছেন না। যদি রাহুল
তার মেয়েকে বিয়ে করতে রাজি হন তবে যৌতুক হিসেবে ১৫ কোটি রুপি দিতে প্রস্তুত
তিনি। আর এজন্য চুপ থাকা ও কিছু না খেয়ে থাকার প্রতিজ্ঞা করেছেন ওম
শান্তি। ফলে কারো সঙ্গে কথা বলা বা লিখে কোন যোগাযোগ রক্ষা করছেন না তিনি।
সারাদিন যন্তর মন্তরে বসে থাকছেন আর প্রার্থনা করছেন। পুলিশ কর্মকর্তারা
বলছেন, ওম শান্তি সম্ভবত মানসিক রোগী হবেন। তার সেখানে অনশন করার ও কোন
প্রতিবাদে অংশ নেয়ার অনুমতি নেই। তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি
পুলিশ কর্মকর্তা।
Source: http://mzamin.com/details.php?nid=MTMxOTg=&ty=MA==&s=MTk=&c=MQ==
No comments:
Post a Comment