দুবাইয়ে ধর্ষণ চেষ্টার দায়ে এক বাংলাদেশীর জেল

দুবাইতে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ২৬ বছর বয়সী
এক বাংলাদেশী যুবককে ৩ বছরের জেল দেয়া হয়েছে। শাস্তি ভোগের পর তাকে দেশে
ফেরত পাঠিয়ে দেয়ার কথা রয়েছে। ইংরেজি নামের প্রথম অক্ষর হিসেবে ওই
বাংলাদেশীর নাম প্রকাশ করা হয়েছে ডি. বি হিসেবে। সে দুবাইতে ট্যাক্সি
চালাতো। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। এতে বলা হয়েছে, ডি. বি তার
ট্যাক্সিতে করে ২৬ বছর বয়সী এক কিরগিজ যুবতীকে বহন করছিল। কিছুদূর যাওয়ার
পর সে ট্যাক্সির জানালা, দরজা বন্ধ করে দেয়। এতে ওই যুবতী অসুস্থ হয়ে পড়েন।
তার বমি করার উপক্রম হয়। এ সময় বাংলাদেশী ওই যুবক সামনের আসন থেকে লাফিয়ে
ট্যাক্সির পিছনের আসনে চলে যায়। সেখানেই তাকে ধর্ষণের চেষ্টা করে। দুবাই
কোর্ট অব ফার্স্ট ইন্সট্যান্স এ বিষয়টি নিয়ে শুনানি শেষে ডি. বি’কে তিন
বছরের জেল দিয়েছেন। বলা হয়েছে, ওই সময় কিরগিজ ওই যুবতী ছিলেন কিছুটা মদ্যপ।
ডি. বি সেই সুযোগ নেয়ার চেষ্টা করেছিল। প্রসিকিউটররা বলেছেন, বাংলাদেশী ওই
যুবক ওই যুবতীকে তার ট্যাক্সিতে তুলে নেয়ার পর তাকে তার বোনের বাসায় নিয়ে
যাওয়ার পরিবর্তে সে চতুরতার আশ্রয় নেয়। কারণ, যুবতী ছিল মদ্যপ। তাই তাকে
নিয়ে যায় সমুদ্রসৈকতের পাশে। সেখানে উন্মুক্ত একটি এলাকায় গিয়ে সে গাড়ি
থামায়। ওই স্থানটি কম আলোকিত ও মরুময়। সেখানে গিয়ে সে সেন্ট্রাল লক সিস্টেম
বন্ধ করে দেয়। তারপরই লাফিয়ে ট্যাক্সির পিছনের আসনে চলে যায়। সেখানে
কিরগিজ ওই যুবতীকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ওই যুবতী তার উদ্দেশ্য
বানচাল করে দেয়। যখন বাংলাদেশী ওই যুবক উন্মত্ত হয়ে ওঠে তখন ওই যুবতী ভীষণ
বমির ভান করেন। তিনি বমি করতে উদ্যত হন। এভাবেই তিনি রক্ষা পান।
No comments:
Post a Comment