আসছে এলিয়েন, আমরা কি প্রস্তুত!

এলিয়েন বা মহাজাগতিক প্রাণীর সঙ্গে মানুষের যুদ্ধ হবে!
সে যুদ্ধে মানুষ কি টিকতে পারবে! হলিউডের ছবি এমন কাহিনীতে ভরপুর। কিন্তু
হলিউড নয়। এবার বাস্তবে এক বিজ্ঞানী পূর্বাভাষ দিয়েছেন- আগামী ১০০ বছরের কম
সময়ের মধ্যে এলিয়েনরা আসবে পৃথিবীতে। সে জন্য তিনি বিভিন্ন দেশের
সরকারগুলোকে প্রস্তুতি নেয়ার আহ্বানও জানিয়েছেন। এই বিজ্ঞানীর নাম জোসেলিন
বেল বার্নেল। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর। তিনি ডাবলিনে ইউরো
সায়েন্স ওপেন ফোরাম সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন। এ খবর দিয়েছে
অনলাইন ডেইলি মেইল। বেল বার্নেল বলেছেন, আমার মনে হয় আমরা কোথাও জীবনের
অস্তিত্ব খুঁজে পেতে যাচ্ছি। হতে পারে তা মহাজাগতিক প্রাণী। তারা ধরা দেবে
আগামী একশ বছরেরও কম সময়ের মধ্যে। তারা যদি পৃথিবীকে আক্রমণ করে তাহলে সেই
আক্রমণ প্রতিহত করার জন্য আমরা কতটা সক্ষম? আমরা কি কখনো চিন্তাও করেছি
কিভাবে আমরা তাদের মোকাবিলা করব? আমরা কি তাদেরকে আটক করে চিড়িয়াখানায়
ঢোকাবো? নাকি তাদের খেয়ে ফেলবো। নাকি তাদের গণতন্ত্র শেখাবো? এমন সব প্রশ্ন
যখন তিনি ছুড়ে দিচ্ছিলেন তখন শ্রোতাদের মধ্যে নীরবতা নেমে আসে। তিনি বলেন,
যেসব গ্রহ পাথরময়, আছে কার্বন ডাই অক্সাইড এবং ওজোন স্তর, সেখানেই
এলিয়েনদের খুঁজে পাওয়া যাবে বলে মনে করা হয়। আমরা যদি মনে করি বহির্জগতে
এলিয়েন আছে তাহলে আমরা কি তাদের সঙ্গে আমাদের পরিচিত করতে চেষ্টা করছি নাকি
করছি না? যদি তাদের সঙ্গে আমাদের কথা বলতে হয়, ভাব বিনিময় করতে হয় তাহলে
আমরা সেক্ষেত্রে প্রথম সামনে পাঠাবো কাকে- মিডিয়া, প্রধানমন্ত্রী, নাকি
পোপকে? তা আমাদের এখনই চিন্তা করে বের করতে হবে। বেল বার্নেল বলেন, আমরা
যদি কোথাও এলিয়েন বা মহাজাগতিক প্রাণীর সন্ধান পাই তাহলে তাদের সঙ্গে
পৃথিবী থেকে রেডিও বা লেসারের মাধ্যমে কথা বলতে লেগে যাবে কয়েক দশক। তিনি
বলেন, আলোর গতির চেয়ে দ্রুত কোন কিছুই ছুটতে পারে না। ফলে আমরা এমন একটি
বিষয়ে কথা বলছি- যেখানে আমাদের কথা বলা বা আলোচনাগুলো পৌঁছাতে ৫০ থেকে ১০০
বছর সময় লেগে যেতে পারে। এর আগের গবেষণার উপর ভিত্তি করে অর্ধেকের বেশি
বৃটিশ বিশ্বাস করতেন এলিয়েন বলে কিছু নেই। রয়েল সোসাইটি এ বিষয়ে ২০০০ পুরুষ
ও নারীর ওপর জরিপ চালিয়ে দেখেছে তাদের মধ্যে শতকরা ৪৪ ভাগ বিশ্বাস করেন
মহাজাগতিক প্রাণীর অস্তিত্বে। এক-তৃতীয়াংশ বলেছে- এলিয়েন বা মহাজাগতিক
প্রাণী বা ইটির সঙ্গে যোগাযোগ স্থাপনে আমাদের আরও চেষ্টা করা উচিত। এর আগে
বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, এলিয়েনরা পৃথিবীতে আক্রমণ চালাতে পারে।
কেউ কেউ বলেছেন, আমরা যদি আমাদের শত্র“ এলিয়েনদের আমাদের অস্তিত্বের কথা
জানান দিয়ে দিই তাহলে তাতে যে সংঘাত সৃষ্টি হবে তার ফলে পৃথিবীতে জীবনের
সমাপ্তি ঘটতে পারে।
No comments:
Post a Comment