Saturday, July 21, 2012

উটপাখি পাখি নয়!

উটপাখি পাখি নয়। এটা হলো পশু। বুধবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনসভা উটপাখিকে পশু নির্দেশ করে একটি আইন পাস করেছে। তবে এতে আপত্তি তুলে স্বাক্ষর করতে অস্বীকার করেন পাঞ্জাবের গভর্নর। তার দাবি এক্সোটিক প্রজাতির সংজ্ঞা অনুযায়ী এটি পাখি। যদিও পাকিস্তানের নিজস্ব জাতভুক্ত নয় উটপাখি। এদিন এনিমেল স্লোটার কন্ট্রোল আইন (পশু জবাই আইন) ২০১২ বিরোধী দল ও গভর্নরের বিরোধিতা সত্ত্বেও পাস করা হয়। আইনে বলা হয়, ছাগল, ভেড়া, মহিষ, গরু, উট, দুম্বা ও উটপাখি ও যেসব প্রাণীকে গৃহস্থালিতে পালা হয় সেগুলো পশু। এর আগেও একবার পাঞ্জাব আইনসভায় উটপাখিকে অফিসিয়ালি পশু বলে সংখ্যাগরিষ্ঠ আইন পাস করা হয়েছিল।

No comments:

Post a Comment