Saturday, July 21, 2012

জিন্স পরায় বোনকে গুলি করে হত্যা

পাকিস্তানের এক পুলিশ সদস্য জিন্স পরার অপরাধে নিজের বোনকে গুলি করে হত্যা করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, কনস্টেবল আসাদ আলি জিন্সকে পুরুষদের পোশাক বলেই মনে করেন। তাই তার ২২ বছর বয়সী বোন নাজমা বিবি জিন্স পরায় তিনি বেশ ক্ষুব্ধ ছিলেন। এ নিয়ে দুই ভাইবোনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। কথা কাটাকাটির একপর্যায়ে শুক্রবার আসাদ আলি তার বোনকে গুলি করে হত্যা করে। আসাদ আলি বলেছেন, কিছু দিন আগে তিনি বোনকে হুঁশিয়ার করে বলেছিলেন জিন্স পরা বন্ধ না করলে তিনি তাকে গুলি করে হত্যা করবেন। এর ফলশ্রুতিতে নাজমা স্থানীয় থানায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। ওই অভিযোগের পর অবশ্য পুলিশ আসাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। হত্যাকাণ্ডের পর দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে, শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার পর আসাদ নাজমাকে অনুসরণ করে। এরপর একটি স্থানে তাকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এরপর থেকে আসাদ পালিয়ে আছেন। পুলিশ তাকে ধরার জন্য তল্লাশি অব্যাহত রেখেছেন।

No comments:

Post a Comment