Tuesday, July 10, 2012

কর ফাঁকি দেয়ায় পতিতার কারাদণ্ড

বৃটেনে উচ্চশ্রেণীর এক পতিতাকে ১২০০০০ পাউন্ডের কর ফাঁকি দেয়ার অপরাধে ১৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ২৯ বছর বয়সী ডোনা আসুসটেইট তিন বছর ধরে পতিতাবৃত্তি করে ৩০০০০০ পাউন্ড আয় করলেও কর আদায় কারীদেরকে তিনি একটি পয়সাও দেননি। ডেইলি সান এক রিপোর্টে জানিয়েছে, ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত পতিতা হিসেবে কাজ করে তিনি লন্ডনে একটি ফ্ল্যাট কেনার জন্যও অর্থ জমা দিয়েছেন। পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৭৩০০০ পাউন্ড নগদ এবং বেশ কিছু দামী জুয়েলারি উদ্ধার করেছে। এসবই তার গ্রাহকদের দেয়া বলে দাবি করা হয়েছে। সাউথ ওয়ার্ক ক্রাউন আদালতকে ডোনা জানিয়েছেন, ওয়েস্টমিনস্টার ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রিতে অধ্যয়নের সময় পড়ার খরচ জোগাতেই তিনি এ পেশায় নেমেছিলেন। তবে আইনজীবী জোনাথান পলনে বলেছেন, ডোনা তার পেশার দায়িত্ব পালনের সময় একবারও আয়কর রিটার্ন জমা দেননি। ডোনা নিজেও এ ধরনের অপরাধের কথা স্বীকার করেছেন। আইনজীবী বলেছেন, অভিযুক্ত ডোনা কয়েক বছর ধরেই একজন পতিতা হিসেবে কাজ করেছেন এবং এ কাজের মাধ্যমে তিনি উল্লেখযোগ্য পরিমাণে অর্থ আয় করেছেন। ওই অর্থ দিয়ে তিনি একটি ফ্ল্যাটও কেনার উদ্যোগ নিয়েছেন। এতে মনে হচ্ছে তার কাছে যথেষ্ট পরিমাণে অর্থ রয়েছে। এর জবাবে ডোনার আইনজীবী আদালতে বলেছেন, এ মামলার কারণে ডোনার পরিবার বেশ বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হবে। তিনি বলেন, কর ফাঁকির জন্য মামলা হচ্ছে সেটা কোন বিষয় নয়। ডোনা যে পতিতাবৃত্তির মাধ্যমে অর্থ উপার্জন করছেন সেটা তার পরিবারের কেউ জানতেন না। তবে বিচারের রায়ে আদালত বলেছেন, ডোনা যেহেতু ইচ্ছে করে দীর্ঘ সময় ধরে কর ফাঁকি দিয়েছেন, তাই বিচারে তাকে কারাদণ্ড দেয়া হলো।

No comments:

Post a Comment