Tuesday, July 10, 2012

অভিনেত্রী লায়লা খান হত্যার তদন্ত শুরু

অভিনেত্রী লায়লা খান ও তার পরিবারকে হত্যা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। তারা ওই ঘটনায় পারভেজ আহমেদ তাক নামে প্রধান অভিযুক্তকে নিরাপত্তা হেফাজতে নেয়ার পরই শুরু করেছে তদন্ত। ইউনিট-৯ এবং ইউনিট-১২ এর সমন্বয়ে গঠিত ৭ সদস্যের একটি টিম এরই মধ্যে আইগপুরির বাড়িতে অভিযান চালিয়েছে। সম্প্রতি অভিনেত্রী লায়লা খান নিখোঁজ হয়ে যান। তখন মিডিয়ায় অনেক কথাই ছড়িয়ে পড়ে। বলাবলি হয়, তার সঙ্গে ভারতের দুর্ধর্ষ সন্ত্রাসী আন্ডারওয়াল্ড ডন দাউদ ইব্রাহিমের সম্পর্ক আছে। তিনি কাউকে কিছু না বলে একটি ভুয়া পাসপোর্ট ব্যবহার করে দুবাই চলে গেছেন দাউদ ইব্রাহিমের কাছে। কিন্তু এ ঘটনায় সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয় পারভেজ আহমেদ তাককে। সে স্বীকার করে লায়লা ও তার পরিবারের সদস্যদের খুনের কথা। তার দেয়া তথ্যে ভিত্তিতে কোথায় খুন করা হয়েছে এবং মৃতদেহ কোথায় রাখা হয়েছে তার সন্ধানে হন্যে হয়ে ঘুরছে পুলিশ। এ ঘটনায় পুলিশ পারভেজের গাড়ির চালক জোলি গিল্ডার ও মেহবুবকে আটক করেছে। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কিস্টওয়ারে।

No comments:

Post a Comment