উইলিয়াম দম্পতির মধুচন্দ্রিমার ছবি প্রকাশ, ক্ষুব্ধ রাজপরিবার
বৃটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং কেট
মিডলটনের মধুচন্দ্রিমার ঘনিষ্ঠ ছবি অস্ট্রেলিয়ার একটি ম্যাগাজিন প্রকাশ
করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাজ পরিবার। গত বছর যখন
ক্যামব্রিজের ডিউক এবং ডাচেস ১০ দিনের মধুচন্দ্রিমার উদ্দেশে বের হয়েছিলেন,
তখন সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে এক ধরনের অনানুষ্ঠানিক চুক্তি করা হয়েছিল যে,
তারা নবদম্পতির অবকাশ যাপনের কোন ছবি প্রকাশ করবেন না। কিন্তু এখন প্রায়
এক বছর পর অস্ট্রেলিয়ার নারী বিষয়ক ম্যাগাজিন ওম্যান’স ডে-এর ১৬ই জুলাই
সংস্করণে দু’জনের অননুমোদিত ছবি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে দেখা
যাচ্ছে সাগর সৈকতে রাজদম্পতি হাতে হাত ধরে হেঁটে বেড়াচ্ছেন। ডেইলি মেইল
জানিয়েছে, ম্যাগাজিনের ভেতরে আরও ১৫টি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে
ভারত মহাসাগরের নর্থ আইল্যান্ডে সময় কাটানোর সময় পানিতে নেমে আছেন। প্রথম
পাতায় শিরোনামে লেখা হয়েছে ‘আওয়ার আইল্যান্ড প্যারাডাইজ’। এতে মনে হচ্ছে
রাজ দম্পতির অনুমোদন সাপেক্ষেই এ ছবি প্রকাশ করা হচ্ছে। একটি ছবিতে বিকিনি
পরা অবস্থায় কেটের শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। আর ইউলিয়ামকে শর্টস পরা
অবস্থায় দেখা গেছে। কোস্টগার্ডদের তীক্ষ প্রহরা এড়িয়ে অজ্ঞাত ফটোগ্রাফার
শক্তিশালী লেন্স ব্যবহার করেই ছবিগুলো তুলেছেন। এসব ছবি প্রকাশিত হওয়ায়
ডিউক এবং ডাচেস দু’জনেই বেশ হতাশ হয়েছেন। আর রাজ পরিবারের পক্ষ থেকে
পত্রপত্রিকাগুলো এ ধরনের ছবি প্রকাশ করার সিদ্ধান্ত নেয়ায় বিস্ময় প্রকাশ
করেছে। রাজ পরিবারের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে গত বছর যেমনটা ছিল, এখনও
ডিউক এবং ডাচেসের মনোবল একই রকম রয়েছে। তারা মনে করছেন তাদের ব্যক্তিগত
জীবনে এটি এক ধরনের অযাচিত অনুপ্রবেশ।
Source: http://mzamin.com/details.php?nid=MTMyMTM=&ty=MA==&s=MjE=&c=MQ==
No comments:
Post a Comment