Friday, August 10, 2012

মরুভূমিতে প্রতারণা

মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে ৩৬ ঘণ্টা ও ১৬শ’ কিঃমিঃ পথ কোন এসি ছাড়া বাস ভ্রমণে বাধ্য করা হয়েছে ৫০ জন রোজাদার ওমরাহ যাত্রীকে। তাদের বেশির ভাগই এশিয়ান। তাদের সঙ্গে এসি বাসের চুক্তি ছিল। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। দুবাই’র শারজাহ থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে সোমবার ওমরাহ পালনে রওয়ানা হন তারা। শারজাহ’র কিং ফয়সাল মসজিদ থেকে রওয়ানা হওয়া এসব আল্লাহর ঘরের মেহমান মাথাপিছু ১৮শ’ থেকে ২০ হাজার দিরহাম দিয়েছেন তাদের ট্রাভেল অপারেটর আজমান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ও আল শামসি ট্যুরসকে। কথা ছিল এসি বাসে ভ্রমণের ব্যবস্থা করা হবে। কিন্তু যাত্রা শুরু হওয়ার পর এসি চালু না হওয়ায় কর্তৃপক্ষ বলেছে একটু পরে ঠিক হবে। কিন্তু উল্টো এসির ভেতর থেকে গরম হাওয়া ও মরুভূমির উত্তপ্ত গরমে রোজা অবস্থায় দীর্ঘ ৩৬ ঘণ্টা ভোগান্তিতে কাটাতে হয় তাদের। একজন ওমরাহ যাত্রী ভারতের ইমতিয়াজ বলেছেন, আমরা প্রতারণার শিকার। তারা যেন আমাদের ফুটন্ত ওভেনের মধ্যে ফেলে রেখেছে আমি প্রচণ্ড ক্ষুব্ধ। আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে আরব আমিরাত ও সৌদি আরবের সীমান্ত থেকে অনলাইন এক্সপ্রেসকে বলেছেন ইমতিয়াজ। নাজিব নামের আরেকজন যাত্রী বলেছেন, আমরা তাদের কাছে পাঁচতারকা মানের সেবা চাইনি। তবে মরুভূমিতে এসি বাসের ন্যূনতম মৌলিক অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আহমদ নামের একজন কম্পিউটার ব্যবসায়ী বলেছেন, এটা একটা উদ্বেগজনক অভিজ্ঞতা। আমরা ট্রাভেল অপারেটরকে কয়েকবার বলেছি। কিন্তু আমাদের ট্যুর গাইড কেবল বাস পরিবর্তন করে এসি বাস দেয়ার সান্ত্বনাই দিয়েছেন। উল্টো বাসের নষ্ট এসি থেকে গরম বাতাস মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। বলেছেন আরেকজন পবিত্র ঘরের মেহমান। আমীর আলী নামের একজন ব্যাংকার জানিয়েছেন, তিনি আগেরকার বিমানে গিয়েছিলেন পবিত্র ওমরাহ পালন করার জন্য। তবে এবার বন্ধুদের নিয়ে ভিন্ন অভিজ্ঞতার জন্য সড়কপথে এসেছেন। তিনি জানান, এসি ছাড়া বাসে সত্যিকারই তার ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। আরব উপদ্বীপের ট্যুরস এজেন্সিগুলোর দায়িত্ব ওমরাহ ও হজযাত্রীদের নিরাপদ ও আরামদায়কভাবে পবিত্র ভূমি মক্কা শরীফে পৌঁছে দেয়া। তবে বেশির ভাগ বাস অপারেটরই নিয়ম-নীতি মানে না। তারা খারাপ গাড়ি ও দীর্ঘ ভ্রমণের জন্য মাত্র একজন ড্রাইভার পাঠায়। আর এতে করে হুমকির মুখে পড়ে পবিত্র হজ ও ওমরাহ যাত্রীদের নিরাপত্তা।

No comments:

Post a Comment