বাংলাদেশের জুটিন জিতলো ৫০০০০ ডলারের পুরস্কার

বাংলাদেশে পাট থেকে তৈরি নির্মাণ সামগ্রী ‘জুটিন’ জিতে
নিয়েছে ৫০ হাজার ডলারের শীর্ষ পুরস্কার। এ সম্মান অর্জন করেছে বাংলাদেশের
গ্রিনোভেশন টেকনোলজির মুহাম্মদ সাইমুম হোসেইন। গ্লোবাল ইনোভেশন থ্রু
সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি) আয়োজিত বার্ষিক প্রতিযোগিতায় এ সম্মান
অর্জন করেছে বাংলাদেশ। দুবাইতে এ বছরের ২৮শে জুন এ পুরস্কারের ঘোষণা দেয়া
হয়। এতে বিজয়ী প্রযুক্তিবিষয়ক বাংলাদেশ, মালয়েশিয়া ও পাকিস্তানের
উদ্যোক্তারা পুরস্কার জেতেন। বিজয়ীরা আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রে
জিআইএসটি উদ্যোক্তাবিষয়ক একটি কর্মসূচিতে অংশ নিতে যাবেন। অনলাইন সায়েন্স
অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্কের এক খবরে একথা বলা হয়েছে। এতে বলা হয়েছে,
বাংলাদেশে পাট থেকে তৈরি জুটিন ওজনে হালকা। তাপ কুপরিবাহী। এতে মরিচা ধরে
না। এর সঙ্গে রেসিন মিশিয়ে একে টেকসই ও সামর্থ্যের মধ্যকার একটি নির্মাণ
সামগ্রীতে পরিণত করা যায়। এটি দামে সস্তা। ফলে গরিব দেশগুলোতে এবং
দুর্যোগপ্রবণ এলাকায় এটি হতে পারে একটি আদর্শ নির্মাণ পণ্য। যে পাট থেকে
বাংলাদেশে কাপড় তৈরি করা হয় সেই পাট থেকেই তৈরি করা হচ্ছে জুটিন।
গ্রিনোভেশন টেকনোলজিসের পরিচালক অপারেশন মুহাম্মদ সাইমুম হোসেন বলেছেন,
ব্যাপক আকারে এ প্রযুুক্তি বাস্তবায়নের জন্য সবকিছু প্রস্তুত। আমরা এখন
পরীক্ষামূলকভাবে জুটিন উৎপাদন করছি। এর মধ্য দিয়েই নির্ধারণ করা হবে কোন
উপায়ে তৈরি জুটিন দীর্ঘস্থায়ী হয়। বর্তমানে তিনটি ভিন্ন ভিন্ন উৎপাদন
প্রক্রিয়া নিয়ে আমরা তিন ধরনের মেশিনারিজের ওপর পরীক্ষা করছি। এ প্রযুক্তি
বাস্তবায়ন হলে বিশ্বের কোটি কোটি গৃহহারা মানুষ সস্তায় তাদের বাড়ি বানাতে
পারবেন। যেসব এলাকায় দুর্যোগ ঘন ঘন আঘাত হানে সেখানে নির্মাণকাজে এটি
ব্যবহার করা যেতে পারে। আমাদের এ কাজে অর্থ সহায়তা পেয়েছি। এগিয়ে এসেছে
অংশীদার। তিনি আরও বলেন, উৎপাদন প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেলে আমরা নিশ্চিত
জুটিন ছড়িয়ে পড়বে বিশ্বময়। ওই প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পেয়েছেন
পাকিস্তানের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আলী রাজা। তিনি পেয়েছেন ২৫ হাজার ডলার
পুরস্কার। তিনি আবিষ্কার করেছেন প্রাকৃতিক গ্যাস ডাইজেস্টার। এতে তৈরি হবে
বায়োগ্যাস। তৃতীয় পুরস্কার পেয়েছেন মালয়েশিয়ার খাইরুল ইদওয়ান বাহারিন।
তিনি আলসার, পুড়ে যাওয়া ও ত্বকের অন্যান্য ক্ষতের চিকিৎসায় উদ্ভাবন করেছেন
কৃত্রিম ত্বক। এ জন্য তাকে দেয়া হয়েছে ১০ হাজার ডলারের পুরস্কার। সেরা নারী
উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন পাকিস্তানের রুমাইসা মোহানি। তিনি পেয়েছেন ১৫
হাজার ডলার পুরস্কার। তার দল ই-এইড বিশ্বের হাই স্কুল ও কলেজ পড়ুয়াদের
শিক্ষা দিয়ে থাকে। ৪৮টি দেশ থেকে ৩৮৫ জন প্রতিযোগী এতে অংশ নিয়েছিলেন। এ
প্রতিযোগিতার আয়োজন করা হয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির
এন্টারপ্রাইজ ফোরাম অব দ্য প্যান আরব রিজিয়নের উদ্যোগে।
No comments:
Post a Comment