Sunday, August 12, 2012

অন্ধ্রপ্রদেশে প্রতিদিন ২২ নারী গুম

মানবপাচারের বৃহৎ নেটওয়ার্কের উপস্থিতির কারণে ভারতের অন্ধ্রপ্রদেশে এ বছর প্রতিদিন গড়ে ২২ জন নারী গুম  হয়েছেন। পুলিশের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গত চার বছরে রাজ্যে মোট গুম হওয়া নারী ও শিশুর সংখ্যা ২৩ হাজার ৭৬০ জন। যা অত্যন্ত উদ্বেগের বিষয়। রাজ্যের পুলিশ ও মহিলা ও শিশু কল্যাণ বিভাগের যৌথ প্রতিবেদনে উদ্বেগজনক হারে নারী ও শিশু পাচার বেড়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে রাজ্যে মোট গুম হওয়া মানুষের সংখ্যা ৪৭ হাজার ১৮১। যার মধ্যে ১৬ হাজার ৭৮৭ জন শিশু ও ১২ হাজার ৮৮২ জন নারী। রাজ্যে গুম হওয়া মোট শিশুর মধ্যে ৬৬ ভাগই মেয়ে শিশু। এ সংখ্যা ১০ হাজার ৯৩৮। ২০১২ সালের জুলাই মাস পর্যন্ত মোট গুম হওয়া শিশুদের (২৭৮৬) মধ্যে মেয়ে শিশুর সংখ্যা ১৯৫৫ জন। যার অর্থ প্রতিদিন গড়ে ১০ মেয়ে শিশু গুমের শিকার। আর এ সময়ের মধ্যে গুম হওয়া নারীর সংখ্যা ২৫১৯। যার দৈনিক গড় হচ্ছে ১২ জন। সরকারি হিসেবে গত চার বছরে গুম হওয়া এসব নারী ও শিশুর কোন সন্ধানই পাওয়া যায়নি। এর অর্থ হচ্ছে এরা সবাই পাচারের শিকার হয়েছেন। হারিয়ে যাওয়া ব্যক্তিদের সন্ধান লাভের জন্য তাদের মামলার বিবরণ দিয়ে একটি ওয়েবসাইট খুলেছে রাজ্য পুলিশ।
Source: The Daily Manabzamin

No comments:

Post a Comment