Sunday, August 12, 2012

৪৬ লাখ টাকার পুরস্কার জিতলেন বাংলাদেশের আরেফিন


এবার আন্তর্জাতিক পবিত্র কোরান প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন আইন আল আরেফিন। সমপ্রতি দুবাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল হলি কোরান অ্যাওয়ার্ড (ডিআইএইচকিউএ) প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। ঢাকার দরিদ্র পরিবারের সন্তান আরেফিন এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। পুরস্কৃত হয়েই তিনি বলেন, এ পুরস্কার পাইয়ে দেয়ার জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার অনুগ্রহ কামনা করছি। দ্বিতীয় হিসেবে তিনি পেয়েছেন ২ লাখ দিরহাম, যা বাংলাদেশের টাকায় প্রায় ৪৬ লাখ। এখানেই তার মিশন শেষ নয়। তিনি আগামী বছর কুয়েতে অনুষ্ঠেয় একই রকম প্রতিযোগিতায় অংশ নিতে চান। আরেফিনের লক্ষ্য মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা। আরেফিন বলেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি আমাকে সম্মান দিয়েছেন। এ জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি প্রতিযোগিতায় প্রথম না হলেও আমি ফল নিয়ে খুশি। এই পুরস্কারের অর্থ আমি আমার পিতার হাতে তুলে দেবো। কারণ তিনি খুব কষ্টে আমাদের সংসার চালান। এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কুয়েতের শেখ খালিদ জসিম। তিনি পেয়েছেন ২ লাখ ৫০ হাজার দিরহাম। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, যখন আমি বা আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করি তখন যদি আমরা বুঝতে পারি আমরা কি তেলাওয়াত করছি তাহলে বাকি বিশ্বের কথা আমাদের কল্পনা থেকে সরে যাবে। এমন আনন্দ এমন প্রশান্তি কেউ জীবনে পেতে পারে না। তৃতীয় হয়েছেন চাদের ইয়াকুব আদম হাসান। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৫০ হাজার দিরহাম। এসব হাফেজের অনেক দিনের স্বপ্ন ছিল দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড (ডিআইএইচকিউএ) জিতবেন। শুধু স্বপ্ন দেখেই বসে থাকেননি কুয়েতি তরুণ শেখ খালিদ জসিম (২০) চেষ্টা চালিয়ে গেছেন অবিরাম। পাঁচবার অংশ নিয়েছেন প্রতিযোগিতায়। কিন্তু সফল হননি। হাল ছেড়েও দেননি খালিদ। অবশেষে কাঙিক্ষত প্রতিযোগিতায় এবার বিজয়ী হয়েছেন তিনি। খালিদ বলেন, বিজয়ী হিসেবে নিজের নাম শোনার পর বিস্ময় ধরে রাখতে পারিনি। খালিদের পরিবারের অনেক সদস্যই হাফেজ। তাই তিনি সব সময় স্বপ্ন দেখতেন ডিআইএইচকিউএ জয় করার। তিনি বলেন, পুরস্কার জিতে আমি অনেক খুশি। মহান আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। মেহনতী ও মেধাবী ছাত্র খালিদ মাত্র ১০ বছর বয়সে হিফজুল কোরআন (পবিত্র কোরআন মুখস্থ করা) শুরু করেন ও ১৩ বছর বয়সে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করেন।

No comments:

Post a Comment