বাংলাদেশ প্রবাসী মোহাম্মদ কোকাম। ওমানের মাসকাটে এক
রুমের বাসায় বসবাস তার। সোহার এলাকার ওই এক রুমে তার এক মাসের বৈদ্যুতিক
বিল এসেছে ১২৭৮.৩২৫ ওমানি রিয়াল। তার ঘরে একটি এয়ারকন্ডিশনার আছে- এই যা।
তাও তিনি চালান শুধু রাতের বেলায়। তিনি একটি ফার্মে শ্রমিকের কাজ করেন।
তিনি বলেছেন, কাজের জন্য সারাদিন আমাকে বাইরে থাকতে হয়। কিভাবে আমাকে এই
বিপুল পরিমাণের বিল দেয়া হলো তা ভেবে আমি বিস্মিত। আমাকে বিদ্যুতের যে বিল
দেয়া হয়েছে তাতে দেখা যায়, ১২ই জুন থেকে ১১ই জুলাই পর্যন্ত আমি ব্যবহার
করেছি ৬৯৬৩ ইউনিট বিদ্যুৎ। মোহাম্মদ কোকাম বলেন, এই ভৌতিক বিল পাওয়ার পর
আমি আমার বাড়ির মালিকের কাছে গিয়েছি। তার সঙ্গে আমি বিদ্যুতের মিটার চেক
করে দেখেছি। তাতে সব কিছু ঠিকঠাক আছে। এ নিয়ে বিদ্যুৎ কোম্পানির সঙ্গে
যোগাযোগ করেছি। তারা আমাকে একটি অভিযোগ দিতে বলেন। আমি লিখিত অভিযোগ
দিয়েছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন, এ নিয়ে তদন্ত হবে। কিন্তু এরই মধ্যে
তারা আমার বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় আমাকে যেন
নির্যাতন করা হচ্ছে। গতকাল এ খবর দিয়েছে টাইমস অব ওমান।
No comments:
Post a Comment