Thursday, September 13, 2012

সৌদি আরবে চারজনের মৃত্যুদণ্ড

সৌদি আরবে চারজনকে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিভিন্ন অপরাধে মঙ্গলবার এ চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে তিনজন সৌদি আরবের এবং একজন ফিলিস্তিনের অধিবাসী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে জিজান শহরের সশস্ত্র ডাকাতির দায়ে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এতে বলা হয়েছে মোহাম্মদ বিন আহমদ খারমি এবং মুসা বিন মহসিন খরমি এক ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করেছিল। এতে ওই ব্যক্তি আহত হয়। ওই দুই ব্যক্তি পরে তার কাছে থাকা কোম্পানির টাকা নিয়ে পালিয়ে যায়। অপরাধের ভয়াবহতার কথা বিবেচনা করে দুজনকে বিচারের পর মৃত্যুদণ্ড দেয়া হয়। আরেকটি বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে জেদ্দাতে ইয়েমেনের নাসের হাক্কাস নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ফিলিস্তিনের ওয়ায়েল আনবার নামের এক ব্যক্তিকে শিরশ্ছেদ করা হয়েছে। তৃতীয় আরেক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বিকালে বুরাইদা শহরে সা’দ আল মনসুরি নামের আরেক সৌদি নাগরিককে কথা কাটাকাটির জের ধরে আরেক ব্যক্তিকে মেশিনগান দিয়ে গুলি করে হত্যার দায়ে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ বছর সৌদি আরবে মৃত্যুদণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭। গত বছর সৌদি আরবে ৭৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে।

No comments:

Post a Comment