Sunday, September 9, 2012

কুয়েতে বাংলাদেশীসহ ৮৬ হাজার ব্যক্তির বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা

বাংলাদেশীসহ কয়েকটি দেশের ৮৬ হাজার নাগরিকের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে কুয়েত। এর মধ্যে কুয়েতি নাগরিকই ৪২ হাজার। এছাড়া বাকি ৪৪ হাজারের মধ্যে আছে বাংলাদেশ, ভারত, মিশর, সিরিয়া, লেবানন, পাকিস্তান, ফিলিপাইন ও ইথিওপিয়ার নাগরিক।  কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের তালিকা করা হয়েছে। তাতে জানানো হয়েছে, এসব ব্যক্তির রয়েছে অশোধিত ঋণ অথবা ৫০ কুয়েতি দিনার বা তারও কম অশোধিত জরিমানা। ওই ঋণ বা জরিমানা পরিশোধ না করার জন্য তাদের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। গতকাল অনলাইন কুয়েতি টাইমস এ খবর দিয়েছে। এতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা এসব ব্যক্তির তালিকা দিয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র। তবে, যারা ওই নিষেধাজ্ঞার আওতায় আছেন তারা যদি বিমানবন্দর বা স্থলবন্দরে অশোধিত ঋণ বা জরিমানা শোধ করে দেন তাহলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহজেই তুলে নেয়া যাবে। গত জুনে এমন নিষেধাজ্ঞার অধীনে ছিলেন ৮৮ হাজার মানুষ।

No comments:

Post a Comment