তেলাপোকা খাওয়া প্রতিযোগিতা
বিশ্বে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানা বিচিত্র ঘটনা। এমনই
একটি ঘটনার কথা বলছি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আয়োজন করা হয়েছিল তেলাপোকা
খাওয়া প্রতিযোগিতা। এতে এডওয়ার্ড আর্চবোল্প নামে এক ব্যক্তি তেলাপোকা খেয়ে
অসুস্থ হয়ে পড়েন। তার আগে তিনি কয়েক ডজন তেলাপোকা গলদকরণ করেন। শেষ পর্যন্ত
তিনি মারা যান। শুক্রবার এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। এতে অংশ নেন ৩০
প্রতিযোগী। তবে তাদের মধ্যে অন্য কেউ অসুস্থ হননি।
No comments:
Post a Comment