মগজ খেকো অ্যামিবা
অ্যামিবার শিকার হয়ে গত ৬ মাসে পাকিস্তানের করাচিতে
মারা গেছেন ১০ জন। এর জন্য যে অ্যামিবাকে দায়ী করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য
সংস্থা তার নাম দিয়েছে ‘মগজ খেকো’ অ্যামিবা। এ অ্যামিবাটির বৈজ্ঞানিক নাম
নাইজেলরিয়া ফ্লাওয়ারি। এটি দূষিত পানির মাধ্যমে ছড়ায়। পানির মাধ্যমে নাক
দিয়ে তা ঢুকে যায় মস্তিষ্কে। তারপর সে মানুষের স্নায়ুতন্ত্রের বিরুদ্ধে কাজ
করতে থাকে। ধ্বংস করে দেয় স্নায়ু তন্ত্রকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে
বলা হয়েছে, এ ধরনের অ্যামিবার বসবাস নদী, পুকুর, হ্রদ ও ঝরণার পানিতে।
শিল্প কারখানার উষ্ণ পানি জমে এমন স্থানেরও এদের উপস্থিতি পাওয়া যায়। এর
সংক্রমণে করাচিতে ১০ জন মারা যাওয়ার কথা স্বীকার করেছেন বিশ্ব স্বাস্থ্য
সংস্থার কর্মকর্তা মুসা খান। তিনি বলেন, এ অ্যামিবার সংক্রমনের উপসর্গগুলো
তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। আস্তে আস্তে মাথাব্যথা, জ্বর ও পেটব্যাথা হতে
থাকে।
No comments:
Post a Comment