দুবাইয়ে দেহব্যবসা ৩ বাংলাদেশীসহ অভিযুক্ত ৪
দুবাইয়ে দেহ ব্যবসার চক্র গড়ে তোলার দায়ে অভিযুক্ত
হয়েছে ইন্দোনেশিয়ার এক যুবতী ও তিন বাংলাদেশী যুবক। তাদের বিরুদ্ধে মানব
পাচারের অভিযোগ আনা হয়েছে। তারা ৪ গৃহপরিচারিকাকে জোর করে দেহব্যবসায়
নামিয়েছে বলে অভিযোগ করেছে কোর্ট অব ফার্স্ট ইন্সট্যান্স। বাংলাদেশী ওই ৩
যুবককে ডিএইচ (২৮), এফ. এ ও জে. এইচ বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার ওই
যুবতীর নাম এম. বি (২৩) হিসেবে প্রকাশ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন
খালিজ টাইমস। এতে আরও বলা হয়, ডিএইচ ও এমবি ওই গৃহপরিচারিকাদের ১৫০০ দিরহাম
বেতনে ভাল চাকরির প্রলোভন দেখায়। সেই ফাঁদে পা দেয় ৪ গৃহপরিচারিকা। তাতেই
তারা তাদের নিয়োগকর্তার বাসা ছাড়ে। এরকম ২ গৃহপরিচারিকাকে আল দ্বীন থেকে আল
মুরাক্কাবা এলাকায় ডিএইচের বাসায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর লোহার রড
দিয়ে ওই গৃহপরিচারিকাদের প্রহার করে। তাদের হুমকি দেয়। একপর্যায়ে তাদের
দেহব্যবসায় নামতে বাধ্য করে। এ সময় এফএ’র দায়িত্ব ছিল আগত খদ্দেরদের দিকে
নজর রাখার। চার যুবক-যুবতীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তারা মুরাকাবা
এলাকায় হামদানে এক রুমের একটি বাসায় দেহব্যবসা শুরু করেছিল। এর মধ্যে ওই
গৃহপরিচারিকাদের ৩ জনকে বিবস্ত্র করে তাদের প্রহার করা হয় এবং ডিএইচ তাদের
সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এর মধ্যে একজনকে সে দুবার ধর্ষণ করে।
তার নগ্ন ছবি তোলে তার ইচ্ছার বিরুদ্ধে। নির্যাতিত এসব গৃহপরিচারিকার একজন
৩৩ বছর বয়সী। তিনি প্রসিকিউটরদের কাছে খুলে বলেছেন, কিভাবে তাকে তার
নিয়োগকর্তার বাসা থেকে প্রলুব্ধ করে বের করে নেয়া হয়েছে। তিনি বলেছেন, তাকে
যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে ইথিওপিয়া, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার অনেক
নারীকে দেখতে পেয়েছেন। তাদের দিয়েও দেহব্যবসা করানো হচ্ছে। ওই ইন্দোনেশিয়ান
গৃহপরিচারিকা বলেছেন, তাকে তিনদিন আটকে রাখা হয়। লোহার রড দিয়ে প্রহার করা
হয়। ডিএইচের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়। একপর্যায়ে তিনি
তার নিয়োগকর্তার স্ত্রীকে ফোন করতে সক্ষম হন। তাদের সহায়তা চান তিনি। তাদের
নিকটস্থ পুলিশকে এ বিষয়ে জানাতে অনুরোধ করেন। ইথিওপিয়ার ১৮ বছর বয়সী এক
যুবতী বলেছেন, তার কাছ থেকে টাকা পয়সা, মোবাইল কেড়ে নেয়া হয়। তারপর তাকে
ধর্ষণ করা হয়। ইন্দোনেশিয়ার এক যুবতী (২৬) বলেছেন, তার সঙ্গেও একই রকম আচরণ
করা হয়। ডিএইচ তাকেও ধর্ষণ করেছে। সেই দৃশ্য ভিডিওতে ধারণ করেছে। ওদিকে
ডিএইচ স্বীকার করেছে- নারীদের পতিতাবৃত্তিতে নামিয়ে এ যাবত ৩৫ হাজার
দিরহামের মালিক হয়েছে সে।
No comments:
Post a Comment