Thursday, October 4, 2012

ওবামা দম্পতির ২০তম বিবাহ বার্ষিকী: রোমান্টিক বারাক ওবামা

গতকাল ছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার সহধর্মিনী ও ফার্স্ট লেডি মিশেল ওবামার ২০তম বিবাহ বার্ষিকী। কিন্তু বিধিবাম! ঘটা করে পরিবারের সঙ্গে একটু একান্তে কোথায় তারা এ দিনটি উদযাপন করবেন, তা তো নয়। দায়িত্ব সবার আগে। ব্যক্তিগত জীবনের চেয়ে দেশ বড়। গতকাল ছিল ওবামা-রমনির নির্বাচনী বিতর্ক। নভেম্বরেই প্রেসিডেন্ট নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই কিছুটা ভগ্ন মনোরথে ছিলেন ওবামা-পতœী। ৩৬৪টি দিন পার করে তবেই আসে এই বিশেষ দিনটি। মিশেল তো বললেন, আমি বারাককে বলেছিলাম, আমাদের ২০তম বিবাহ বার্ষিকীতে নির্বাচনী বিতর্কে অংশ নেয়া আমার জন্য খুব সম্ভবত সবচেয়ে বাজেভাবে কাটানোর উপায়। তবে তিনি নির্বাচনী বিতর্ক নিয়ে বেশ উত্তেজনা বোধ করছিলেন বলেও জানান। তবে হাজার হলেও মার্কিন ওবামা বরাবরই তার স্ত্রীর কাছে রোমান্টিক। তাই ফার্স্ট লেডিকে টুইট বার্তায় শুভেচ্ছা পাঠাতে ভোলেননি তিনি। আর সে বার্তা ওবামার ২ কোটি টুইট অনুসারীর কাছেও পৌঁছে গেছে। ওবামা টুইটে লিখেছিলেন, ২০ বছর আগে আজকের এ দিনটিতে আমি আমার জীবনের ভালবাসা ও আমার সবচেয়ে কাছের বন্ধুটিকে বিয়ে করেছিলাম। শুভ বিবাহ বার্ষিকী মিশেল। অবশ্য আরও একবার রোমান্টিক হয়েছিলেন ওবামা। তাও বিতর্কের মাঝেই। ওবামা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমি ২০ বছর আগে বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ হতে পেরেছিলাম। কারণ, মিশেল ওবামা আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। এরপর স্ত্রীর দিকে তাকিয়ে ওবামা বললেন, আমি তোমাকে শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাই। একই সঙ্গে তিনি যোগ করেন, আজ থেকে ১ বছর পর আমরা ৪ কোটি মানুষের সামনে আমাদের বিশেষ এ দিনটি উদযাপন করবো না।

No comments:

Post a Comment