Wednesday, October 10, 2012

অ্যাসাঞ্জের সঙ্গে লেডি গাগার ৫ ঘণ্টা



জনপ্রিয় পপ-তারকা লেডি গাগা ও সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ (৪১) একসঙ্গে দীর্ঘ ৫ ঘণ্টা কাটালেন। পশ্চিম লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেয়া অ্যাসাঞ্জের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন গাগা। মূলত: অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করতেই লেডি গাগা সেখানে গিয়েছিলেন। গতকাল স্থানীয় সময় সন্ধ্যে ৭টার দিকে লেডি গাগা ইকুয়েডর দূতাবাসে উপস্থিত হন। ধারণা করা হচ্ছে, তিনি সেখানে নৈশভোজেও অংশ নিয়েছিলেন। সুইডেনে হস্তান্তর এড়াতে গত ১৯শে জুন অ্যাসাঞ্জ ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। সুইডেনের আদালতে তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির মামলা রয়েছে। অ্যাসাঞ্জের আশঙ্কা তাকে সুইডেনে হস্তান্তর করা হলে, সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবার যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।

No comments:

Post a Comment