১৪ বছর বয়সী মানবাধিকার কর্মীকে গুলি

মালালাই ইউসুফজাই নামের মাত্র ১৪ বছর বয়সী এক
মানবাধিকার কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে পাকিস্তানের সোয়াত
ভ্যালিতে। মালালাই মেয়েদের শিক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য ক্যাম্পেইন
করতো। বিবিসি জানিয়েছে, গতকাল স্কুল থেকে বাড়ি ফেরার সময় সোয়াত উপত্যকার
মূল শহর মিঙ্গোরায় তাকে গুলি করা হয়। ২০০৯ সালে তার ডায়েরি ‘লাইফ আন্ডার
তালেবান’ মিডিয়ায় প্রকাশ হওয়ার পর আন্তর্জাতিক শান্তি পদকের জন্য মনোনীত হয়
মালালাই। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, মালালাই ও তার সঙ্গে থাকা মেয়েটি
এখন বিপদমুক্ত। সোয়াত উপত্যাকায় যখন তালেবানরা তাদের শাসন কায়েম করে তখন
মাত্র ১১ বছর বয়স মালালাইয়ের। ২০০৯ সালের সে সময় তালেবানরা মেয়েদের
স্কুলগুলো বন্ধ করে দেয়। তখন বিবিসি উর্দু বিভাগে লেখা ডায়েরিতে তালেবান
শাসনের কারণে তাদের ভোগান্তির কথা তুলে ধরে মালালাই। তারপর তালেবানদের
সেনাবাহিনী সরিয়ে দিলে সাহসের জন্য তাকে আন্তর্জাতিক শান্তি পদকের জন্য
মনোনীত করা হয়। মালালাই তখন বলেছিল, মেয়েরা স্কুলে যেতে ভয়ে থাকে, কখন
তালেবান তাদের মুখে এসিড ছুড়ে মারে, কখন তাদের অপহরণ করে নিয়ে যায়। ফলে
স্কুলে যাওয়ার সময় ইউনিফর্ম না পরে সাধারণ পোশাক পরে যেতো তারা। ছাত্রী না
বোঝানোর জন্য বই চাদরের ভেতরে লুকিয়ে রাখত তারা। দেশের জন্য কাজ করত। তখন
আইন নিয়ে পড়াশোনা করার কথা বলেছিল মালালাই। ওদিকে তাকে গুলি করার দায়
স্বীকার করেছে পাকিস্তানের তালেবানরা।
No comments:
Post a Comment