Wednesday, November 14, 2012

ভারতে বাংলাদেশী কিশোরী গণধর্ষিত

সীমান্তের কাছে ভারতের উত্তর ২৪ পরগণায় গণধর্ষিত হয়েছে বাংলাদেশের এক কিশোরী। তার বয়স ১৫ বছর। তার নাম বা ঠিকানা জানা যায় নি। এ ঘটনা ঘটেছে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে বসিরহাটের স্বরূপনগর এলাকায়। এর প্রতিবাদে সেখানে সমাবেশ করেছে পশ্চিমবঙ্গ মহিলা গণতান্ত্রিক সমিতি। পুলিশ বলেছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অপরাধীদের কাউকে আটক করা হয়নি। ধর্ষিত কিশোরী বসিরহাটের মাটিয়া এলাকায় তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার রাতে সে তার বড় বোন ও কয়েকজন আত্মীয়ের সঙ্গে একটি গাড়িতে করে নিজ বাড়িতে ফিরছিল। সীমান্ত এলাকায় পৌঁছানোর পর নিরাপত্তা সংক্রান্ত কারণে গাড়ি থামাতে বাধ্য হন তারা। তখন হঠাৎ করেই চারপাশ থেকে ৫ যুবক গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। তারা টেনেহিঁচড়ে ওই কিশোরীকে গাড়ি থেকে বের করে নেয়। তার সঙ্গে থাকা আত্মীয়রা চেষ্টা করেও দুর্বৃত্তদের থামাতে ব্যর্থ হন। তারা কিশোরীকে গাড়িতে উঠিয়ে সেখান থেকে দ্রুত চলে যায় কাছেরই একটি পরিত্যক্ত বাড়িতে। সেখানে তারা পালাক্রমে তার ওপর নৃশংস নির্যাতন চালায়। এরপর সেখানেই তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাটের উপ-বিভাগীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে তার মেডিকেল টেস্ট করানো হয়েছে। স্বরূপনগর থানায় গণধর্ষণের একটি অভিযোগ দায়ের করা হয়।

No comments:

Post a Comment