Thursday, January 3, 2013

নর্তকীর দিকে অর্থ ছুড়লেন রাজনীতিক

মঞ্চে নর্তকীর দিকে রুপির নোট ছুড়ে মেরেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতা মীর তাহির আলী। শুধু তা-ই নয়। তিনি মঞ্চে উঠে যান। নর্তকীর সঙ্গে সঙ্গে নাচতে থাকেন। এ ঘটনায় পশ্চিমবঙ্গে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এর পরই তৃণমূল কংগ্রেস তাদের কর্মীর এমন আচরণের নিন্দা জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয় মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণার ভাঙ্গার নামক স্থানে। সেখানে গভীর রাতের দিকে মঞ্চে শুরু হয় স্বল্প বসনা তরুণীদের উন্মাতাল নাচ। তাতে খেই হারিয়ে ফেলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য ও তৃণমূল কংগ্রেস নেতা মীর তাহির আলী। নিজেকে নিবৃত্ত করতে না পেরে একপর্যায়ে তিনি উঠে যান নাচের মঞ্চে। পকেট থেকে রুপির কড়কড়ে নোট বের করে তা ছুড়ে দিতে থাকেন নর্তকীদের দিকে। এ ঘটনায় ব্যাপক সমালোচনা উঠেছে। তবে তৃণমূল কংগ্রেস এ ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করেছে। পাশাপাশি তারা বলেছে, এ ঘটনার সঙ্গে জড়িত কর্মীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হবে। তৃণমূল কংগ্রেসের এমপি ডেরেক ও’ব্রায়েন বলেন, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের ১৬তম জন্মদিন উপলক্ষে হাজার হাজার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তার মধ্যে এমন একটি ঘটনা বিচ্ছিন্ন বিষয়। তৃণমূল এ বিষয়টিকে অনুমোদন করে না। তৃণমূলের কাছে সাংস্কৃতিক স্পর্শকাতরতা, লিঙ্গগত বিষয়- অবশ্যই আমাদের আমলে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন তৃণমূল এই ধরনের বিষয়কে কখনোই অনুমোদন করে না। আমরা তদন্ত করে দেখবো এর পেছনে কি কারণ রয়েছে। ওদিকে নর্তকীর দিকে রুপি ছুড়ে মারার ওই দৃশ্য কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়ে যায়। বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক অঙ্গনে। নারীবাদী সংস্থাগুলোতে। অমার্জিত রাজনৈতিক সংস্কৃতি বলে তারা এই ঘটনাকে আখ্যায়িত করতে থাকে। ন্যাশনাল কমিশন ফর ওম্যান-এর চেয়ারপারসন মমতা শর্মা বলেছেন, তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন এভাবে। এটি একটি লজ্জার বিষয়। সব রাজনৈতিক দলের মন-মানসিকতা পরিবর্তন করা জরুরি হয়ে পড়েছে। সুপরিচিত শিক্ষাবিদ সুনন্দা স্যানাল বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংস্কৃতি যদি এই হয় তাহলে যুবক ও যুবতীরা তো ধ্বংস হয়ে যাবে।

No comments:

Post a Comment