শীত উড়ে যায় সানির উত্তাপে

দিল্লিতে বাসে ধর্ষিতার মৃত্যুতে বলিউডের প্রথম সারির
সেলিব্রিটিরা যখন নববর্ষ বরণের সব আয়োজন বাতিল করেন তার প্রতি সম্মান
দেখাতে তখন নয়া দিল্লির ললিত হোটেলের ঝলমলে আলোর নিচে উত্তাপ ছড়াচ্ছিলেন এ
সময়ের বহুল আলোচিত ‘জিসম-২’-এর নায়িকা ও পর্নো তারকা সানি লিয়ন। তিনি একাই
নন, উত্তাপ ছড়িয়েছেন প্রাচী দেশাই, পরিণীতি চোপড়া, অঞ্জনা সুকানি প্রমুখ।
স্টুডিও ১৬৯ নতুন বর্ষবরণ করে নিতে ওই হোটেলের ক্রিস্টাল বলরুমে আয়োজন
করেছিল ‘গ্লামার অ্যান্ড গ্লিটারাটি ২০১৩’ নামের অনুষ্ঠান। সে অনুষ্ঠানের
মধ্যমণি ছিলেন লাখ লাখ তরুণ, যুবকের বুকে ঝড় তোলা সানি লিয়ন। ছন্দের তালে
তালে তিনি স্বল্প বসনে মাতিয়ে তোলেন মধ্যরাত। শীতে মানুষ যখন জমে আসছিলেন
তখন তিনি তাদের মাঝে তার দৈহিক উপস্থাপনা দিয়ে উত্তেজনা, উত্তাপ ছড়িয়ে দেন।
নিমেষেই যেন শীত হাওয়ায় উড়ে যায়। তার সঙ্গে সঙ্গে নাচতে থাকেন উপস্থিত
সবাই। এর সঙ্গে যোগ দেন অভিনেত্রী অঞ্জনা সুকানি। তিনিও ওই অনুষ্ঠানে নেচে
মুগ্ধ করে রাখেন সবাইকে। এর সঙ্গে যোগ হন অভিনেত্রী পরিণীতি চোপড়া।
বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেন সংগীতশিল্পী মাইকা সিং। তবে মুম্বইয়ে
কান্ট্রি ক্লাবে মঞ্চ কাঁপিয়ে তোলেন প্রাচী দেশাই। ড্রামের বিটের তালে তালে
তার শরীর নেচে ওঠে। উত্তাল নাচের তালে হারিয়ে যান দর্শক-শ্রোতারা।
No comments:
Post a Comment