একদিনে চীনে বিয়ে ৭৩০০ দম্পতির
চীনের সাংহাইতে একদিনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৭৩০০
দম্পতি। গত ৪ঠা জানুয়ারি এই বিয়ের ঘটনা ঘটে। এই দিনটিকে বেছে নেয়ার একটি
বিশেষ অর্থ আছে। এই তারিখটি এ রকম ২০১৩-১-৪। ছয় অংকের এই সংখ্যাটি চীনা
ভাষায় পড়তে গেলে এ রকম শোনায়- ‘লাভ ইউ ফর লাইফ’। অর্থাৎ- তোমাকে চিরজীবনের
জন্য ভালবাসি। তাদের মধ্যে ধারণা চালু হয়েছে, এ দিনে যারা বিবাহবন্ধনে
আবদ্ধ হবেন তারা একে- অন্যকে ভালবাসবেন সারাজীবন। তাদের দাম্পত্য হবে
চিরসুখের। সাংহাই সিভিল এফেয়ার্স ব্যুরোর বিবাহ বিষয়ক প্রশাসনিক অফিসের
উপ পরিচালক লি কিউ নিশ্চিত করেছেন ওই দিন ৭৩০০ দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ
হয়েছেন। ১২ই ডিসেম্বর বা ১২-১২-১২ তে বিবাহ করেছিলেন ৪৮৮৩ দম্পতি। তবে সেই
সংখ্যাকে ৪ঠা জানুয়ারি ছাড়িয়ে গেছে। তবে ২০১০ সালের ১০ই অক্টোবর বা
১০-১০-১০ তারিখে বিবাহ করেছিলেন ১০ হাজার ১৫০ দম্পতি। এবার শুক্রবারে
সাংহাইয়ের পুডং নিউ এরিয়াতে বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৩০১ দম্পতি। মিনহ্যাংয়ে এ
সংখ্যা ৫৪৩। বাওশানে ৪৯২।
No comments:
Post a Comment