Tuesday, December 29, 2015

বিতর্ক শেষ হয় নি

 বাংলাদেশ, ভারত ও পাকিস্তান নিয়ে ‘অখ- ভারত’ প্রতিষ্ঠার আহ্বান নিয়ে বিতর্কের অবসান হয় নি। গত শুক্রবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব অখ ভারত প্রতিষ্ঠার কথা বলেন। তিনি এ মন্তব্য করলেন এমন এক দিনে, যেদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকস্মিকভাবে লাহোরে যাত্রা বিরতি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাত করেন। রাম যাদবের মন্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক কথা বলা হয়েছে। তার পক্ষ নেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসওয়ান। তিনি এক ধাপ এগিয়ে বলেন, এ তিনটি দেশ মিলে হবে ‘ফেডারেশন’ (মহাসংগঠন)। এর থাকবে অভিন্ন মুদ্রা। বাণিজ্য হবে উন্মুক্ত। মানুষ অবাধে এক দেশ থেকে আরেক দেশে চলাচল করতে পারবে। তবে সিপিআই নেতা ডি. রাজা এর উল্টো দিকে গিয়েছেন। তিনি বলেছেন, রাম যাদব বাংলাদেশ, ভারত ও পাকিস্তান নিয়ে যে অখ- ভারত প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তাতে এ উপমহা,েশে যে শান্তির উদ্যোগ নেয়া হয়েছে তা কক্ষচ্যুত হবে। এতে শান্তি সংলাপ থমকে দাঁড়াবে। গতকাল ভারতের বিভিন্ন পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর মধ্যে দ্য হিন্দুতে প্রকাশিত রিপোর্টে ডি. রাজার দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, তিনি দ্য হিন্দুকে রোববার বলেছেন, বিজেপির সাধারণ সম্পাদক যেভাবে কথা বলেছেন তা যেন একজন আরএসএস স্বেচ্ছাসেবকের বক্ত্য। বিজেপির একজন নেতা হিসেবে তিনি বলতে পারেন না যে, আরএসএস অখ- ভারত দেখতে চায়। আরএসএস বিজেপি বা নরেন্দ্র মোদি সরকারকে এজেন্ডা প্রতিষ্ঠা করে দিতে পারে না। এ বিষয়ে ডি. রাজা বলেন, এটা আরএসএসকে সামনে আনা ছাড়া আর কিছু নয়। ওদিকে দ্য এশিয়ান এইজ লিখেছে, রাম যাদবের বক্তব্য থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে বিজেপি। বিজেপির এক মুখপাত্র বলেছেন, রাম যাদব যে মন্তব্য করেছেন সেটা তার নিজস্ব দৃষ্টিভঙ্গি। এটা বিজেপির দৃষ্টিভঙ্গি নয়। কারণ বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সার্বভৌম রাষ্ট্র। অনলাইন রেডিফ বলেছে, মোদি যখন অখ- ভারতের পক্ষে কথা বলেছেন। ২০১২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। বর্তমানে তিনি ভারতের প্রধানমন্ত্রী। ওই সময়ে তিনি উর্দু সাপ্তাহিক পত্রিকা নয়া দুনিয়ার সম্পাদক শহীদ সিদ্দিকীকে একটি সাক্ষাতকার দেন। এ সময় তিনি বলেছিলেন, এর অর্থ এই নয় যে, আমরা কোন দেশের ওপর কোনভাবে যুদ্ধ চাপিয়ে দিচ্ছি বা কোনো দেশে প্রবেশ করছি। যুদ্ধ ছাড়াই জনমতের ভিত্তিতেই এটা হতে পারে।

No comments:

Post a Comment