Tuesday, December 29, 2015

বাংলাদেশ নয়, বৈদেশিক সহায়তা ব্যয় করতে হবে বৃটেনেই


বাংলাদেশে নয়, বৈদেশিক সহায়তার অর্থ ব্যয় করতে হবে বৃটেনে। বৃটেনে বন্যা নিয়ে মন্তব্য করতে গিয়ে এ কথা বলেছেন শিমন ড্যানচুক এমপি। তিনি প্রশ্ন রেখেছেন, বন্যা আমাদেরকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ নয়, কেন বৈদেশিক সহায়তা ব্যয় করা উচিত বৃটেনে। অনলাইন হাফিংটন পোস্ট এ খবর দিয়েছে। এতে বরা হয়েছে, লেবার দলের এই এমপি বলেছেন, বন্যা রোধের জন্য আরও অনেক কিছু করতে হবে। রোচডালি পার্লামেন্টারি আসনে ভয়াবহ বন্যার পর তিনি বিবিসি রেডিও ম্যানচেস্টারকে এসব কথা বলেন। তিনি বলেন, আমাদেরকে যা করতে হবে তা হলো আমাদের সমস্যা চিহ্নিত করতে হবে, যা এখানে দেখা দিয়েছে। এক্ষেত্রে আমাদেরকে উন্নয়নশীল দেশগুলোর দিকে নজর দিলে হবে না। এই মুহূর্তে এটাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। বন্যা আমাদের নাগরিকদের দুর্ভোগে ফেলেছে। যত তাড়াতাড়ি সম্ভব সে বিষয়ে মনোযোগ দিতে হবে। ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে আরও ভয়াবহ বন্যার সতর্কতা দেয়ার পর তিনি এ মন্তব্য করেন। ল্যাঙ্কাশায়ারে ক্রোস্টেন এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে যে, ডগলাস নদীর তীর ভেঙে প্লাবিত হতে পারে দু’তীর। এ এলাকায় বন্যার আরও তিনটি সতর্কতা দিয়েছে এনভায়রনমেন্ট এজেন্সি। এর অর্থ হলো সেখানকার জনজীবন আরও ভয়াবহ হয়ে উঠবে। 

No comments:

Post a Comment