Sunday, December 27, 2015

বাবরি মসজিদের স্থানে রাম মন্দির তৎপরতা অব্যাহত

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে বুধবার যখন ভারতের রাজ্যসভা অচল হয়ে পড়ে তখনও ওই মন্দিরের কাজ চলছিল। এ মন্দির নির্মাণের জন্য কয়েকদিন আগেই দু’ট্রাক পাথর নিয়ে নামানো হয়েছে সেখানে। এরই মধ্যে পাথর পুজা সম্পন্ন হয়েছে। বুধবার এর খোদাই কাজ চলছিল। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এ পত্রিকার প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দেখতে পেয়েছেন মন্দির নির্মাণের ওয়ার্কশপ ‘মন্দির নির্মাণ কার্যশালা’য় বিপুল সংখ্যক মানুষ তাদের কাজে ব্যস্ত। তবে এ নিয়ে যে ভারতের রাজনীতি আবার নতুন করে উত্তেজিত হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। গত কয়েক বছর ধরে এই ওয়ার্কশপে তেমন গতি দেখা যায় নি। কিন্তু ইদানীং তাতে গতি এসেছে। বিশেষ করে কয়েকদিন আগে মন্দির ট্রাস্টের সভাপতি নৃত্য গোপাল দাস পাথর পুজা সম্মন্ন করার পর এ গতি আরও বৃদ্ধি পেয়েছে। গুজরাটের সুরেন্দ্রনগরের চিত্রকর রজনীকান্ত বলেছেন, তিনি ছাড়া আরও ৬ জন বিত্রকর সেখানে পাথরকে খোদাই করে, মসৃণ করে, মাপমতো ঠিকঠাক করার জন্য কাজ করছেন। তারা সবাই ব্যস্ত ওয়ার্কশপে। তারা এ ইস্যুতে রাজনীতির কিছু বোঝেন না। তারা শুধু দিন মজুরের ভিত্তিতে কাজ করছেন। রাজস্থানের ভারতপুর জেলার একজন চিত্রকর লাখি। তিনি বলেন, ওয়ার্কশপের সুপারভাইজার আনু ভাই সোমপুরা তাদেরকে যে ডিজাইন দিয়েছেন সে মতো তারা পাথরগুলোকে কেটে কেটে সাইজ করছেন। এটা তাদের দিনমজুরের ভিত্তিতে কাজের অংশ। অযোধ্যায় বাবরি মসজিদ বা রাম মন্দির নিয়ে বিতর্কের বিষয়ে তাদের নূনতম আগ্রহ নেই। ওদিকে ঘটনাস্থলে পাথরের চালান যাওয়ার খবরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফয়জাবাদ জেলা প্রশাসন। জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর এন শর্মা বলেছেন, পরিস্থিতির ওপর নজরদারি করছে শীর্ষ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। মন্ত্রী কমল আখতার বলেছেন, অযোধ্যায় মন্দির নির্মাণের তৎপরতা চালিয়ে বিশ্ব হিন্দু পরিষদ সাম্প্রদায়িক সংঘাতময় অবস্থার সৃষ্টি করেছে। তিনি বলেন, রাম মন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদ এখানকার রাজনীতি থেকে সুবিধা আদায় করার চেষ্টা করছে। ওদিকে বাবরি মসজিদ একশন কমিটির আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী জাফরইয়াব জিলানি বলেছেন, গত দু’ দশক ধরে অযোধ্যায় পাথর আনা হচ্ছে। এর উদ্দেশ্য রাজনীতি।

No comments:

Post a Comment