Sunday, December 27, 2015

আহমদিয়া মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

রাজশাহীতে কাদিয়ানি মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এটাই বাংলাদেশে প্রথম আত্মঘাতী বোমা হামলা। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেছে জঙ্গি সংগঠনগুলোর ওপর নজরদারি করা মার্কিন গোয়েন্দা সংগঠন সাইট (এসআইটিই) ইন্টেলিজেন্স গ্রুপ ও এর পরিচালক রিটা কাটজ। এতে হামলাকারীর নাম প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে তার নাম আবু আল ফিদা আল বাঙালি। ‘আইএস ক্লেইমস সুইসাইড বোম্বিং অ্যাট আহমদি মস্কস ইন বাংলাদেশ’ শীর্ষক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের রাজশাহী হেলায় আহমদি মুসলিমদের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। আত্মঘাতী বোমা হামলাকারীকে এ গ্রুপটি আবু আল ফিদা আল বাঙালি নামে চিহ্নিত করেছে। গ্রুপটি তাদের টুইটার ও টেলিগ্রাম বার্তায় এ কথা জানিয়েছে। বলা হয়েছে, হামলাকারী তার বিস্ফোরকের বেল্ট ‘মুশরিক কাদিয়ানি গোষ্ঠী’র (আহমদি মুসলিমদেরকে অবমাননা করতে এভাবে বলা হয়)  একটি মসজিদে বিস্ফোরণ ঘটিয়েছেন। এতে ওই মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএস ইঙ্গিত দিয়েছে যে, কয়েক ডজন মানুষ হতাহত হয়েছেন এ বিস্ফোরণে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এ হামলায় নিহত হয়েছেন একজনমাত্র। তিনি ওই আত্মঘাতী হামলাকারী। আহত হয়েছেন তিনজন। ওদিকে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ এক টুইট বার্তায় বলেছেন, বাংলাদেশের একটি আহমদি মসজিদে প্রথমবার আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইসিস। সেপ্টেম্বর থেকে এ নিয়ে ৯টি হামলার দায় স্বীকার করলো তারা।
ওদিকে বিবিসি জানায়, সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা করে এমন একটি সংস্থা তাদের টুইটে জানাচ্ছে, বাংলাদেশের রাজশাহীর বাগমারায় আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের এক মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। ‘ট্র্যাক টেররিজম’ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক এই গবেষণা সংস্থা জানায়, আইসিস তাদের বার্তায় জানিয়েছে আবুল ফিদা আল বাঙালি নামে একজন এই হামলা চালিয়েছে। ট্র্যাক টেররিজম তাদের টুইটে আইসিসের এই দাবি সংক্রান্ত বার্তাটির একটি স্ক্রীনশটও দিয়েছে। আরবিতে লেখা স্ক্রীনশটটির ওপর ক্লিক করলে এর ইংরেজি অনুবাদ দেখা যায় অন্য পাতায়। এতে লেখা, ‘ইস্তিশহাদি আল ফিদা আল বাঙালি বিস্ফোরক বেল্ট পড়ে রাজশাহীর বাগমারায় ধর্মচ্যুত কাদিয়ানিদের এক মন্দিরে ঢুকেছিল। সেখানে বোমার বিস্ফোরণ ঘটিয়ে সে তিরিশজনকে আহত করেছে। আল্লাহ যেন আমাদের ভাইকে শহীদের মাঝে গ্রহণ করে নেন।’
উল্লেখ্য, বাগমারায় গত শুক্রবার আহমদীয় মুসলিমদের মসজিদে বোমা হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়। নিহত ব্যক্তিই আসলে ওই বোমা হামলা চালিয়েছিল বলে পুলিশ দাবি করছে। তবে কথিত হামলাকারির পরিচয় এখনো পুলিশ বের করতে পারেনি। এর আগেও বাংলাদেশে বিভিন্ন সময় পরিচালিত সন্ত্রাসী হামলার পেছনে ইসলামিক স্টেটের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত এই আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠীর কোন তৎপরতা বাংলাদেশে থাকার কথা অস্বীকার করছে।

No comments:

Post a Comment