Monday, December 28, 2015

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড টেক্সাস, নিহত ২৬


ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য। এতে এ রাজ্য ও আশপাশের এলাকায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এই ঝড় ডালাসে আঘাত হানে। ঝড়ে উড়ে যায় গাড়ি। ভেঙে পড়ে বাড়ি। বয়ে যায় গরম হাওয়া। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে এমন ঝড় বিরল। ৫০ হাজার মানুষের বাড়িঘরে বিদ্যুত নেই। অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে। ডালাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গারল্যান্ড। সেখানে কয়েক জন নিহত হয়েছেন। গারল্যান্ডের বাসিন্দা প্যাট ম্যাকমিলান বলেছেন, ঘূর্ণিঝড় তাদেরকে অন্ধকারে রেখে গিয়েছে। আমি শুধু ঘূর্ণিঝড়ের গর্জনের শব্দ শুনেছি। আমার মা তখন আমাদেরকে বাথরুমে ঢুকে যেতে বলেন। তারপর আমরা সবাই হলঘরে চলে যাই। মিলিয়ে নিই সবাই ঠিকঠাক আছি কিনা।

No comments:

Post a Comment