Monday, December 28, 2015

ওবামার শেষ ইউনিয়ন ভাষণ ১২ই জানুয়ারি


আগামী ১২ই জানুয়ারি সর্বশেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এতে তিনি তার সময়কালে যেসব উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তা তুলে ধরবেন। এর মধ্যে রয়েছে প্রতিদ্বন্দ্বী কিউবার সঙ্গে সম্পর্ক স্থাপন, ইরানের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি ও বৈশ্বিক জলবায়ু চুক্তি। ৫৪ বছর বয়সী ওবামা বর্তমানে তার ক্ষমতার শেষ মেয়াদে হাওয়াইয়ে সরকারি ছুটিতে রয়েছেন। বার্তা সংস্থা পিটিআই বলেছে, সেখান থেকে তিনি শনিবার তার সমর্থকদের উদ্দেশে একটি ইমেইল পাঠিয়েছেন। তাতে লিখেছেন, আমার হাতে ১২ মাস সময় আছে। এ সময়ে আমি আমার সবকিছু গুছিয়ে নিচ্ছি। এই ইমেইলটি তিনি ‘ওবামা ফর আমেরিকা’ সংগঠনের মাধ্যমে পাঠিয়েছেন। বারাক ওবামা হলেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট। বলা হয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ১২ই জানুয়ারি তিনি ওই ভাষণ দেবেন।

No comments:

Post a Comment