Wednesday, December 30, 2015

সৌদি আরবে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫০ ভাগ

সৌদি আরবে জ্বালানি মূল্য বাড়ানো হয়েছে। ক্ষেত্রবিশেষে তা শতকরা ৫০ ভাগেরও বেশি বাড়ানো হয়েছে। বর্ধিত এ দাম গতকাল থেকেই কার্যকর হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ জ্বালানির দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়। গতকাল এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয়, নিম্ন মানের পেট্রোল (অকটেন ৯১) প্রতি লিটারের দাম ৪৫ হালালা থেকে বাড়িয়ে করা হয়েছে ৭৫ হালালা (১০০ হালালা সমান এক রিয়াল)। আবার উচ্চমানের সীসামুক্ত পেট্রোলের (অকটেন ৯৫) প্রতি লিটারের দাম ৬০ হালালা থেকে বাড়িয়েকরা হয়েছে ৯০ হালালা। এখানেই শেষ নয় দাম বাড়বে বিদ্যুত, পানি, ডিজেল, কেরোসিনেরও। মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে এ সব কথা বলা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। ওদিকে সৌদি আরামকো এক বিবৃতিতে বলেছে, তারা সোমবার মধ্যরাত পর্যন্ত পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখে। উল্লেখ্য, সোমবার মধ্যরাতের পর থেকেই বাড়তি দাম কার্যকর হয়েছে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাকৃতিক গ্যাস, কেরোসিন, এরাবিয়ান লাইন, ভারি অশোধিত তেল, ভারি জ্বালানি তেল, ইথেন ও বিউটেনের দামের বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। এসব পণ্যের বর্ধিত দাম কার্যকর হবে ১১ই জানুয়ারি থেকে। বিদ্যুত খাতে শুল্ক নিয়েও সভায় আলোচনা হয়েছে। এক্ষেত্রে কিলোওয়াট-আওয়ার হিসেবে চার্জ ধরা হয়েছে আবাসিক খাতে নিম্নরূপ: এক থেকে ২০০০ কিলোওয়াট আওয়ারের ক্ষেত্রে শুল্ক ৫ হালালা। ২০০১ থেকে ৪০০০ কিলোওয়াট আওয়ারের ক্ষেত্রে তা ১০ হালালা। ৪০০১ থেকে ৬০০০ কিলোওয়াট আওয়ারের ক্ষেত্রে ২০ হালালা। ৬০০১ থেকে তদুর্ধ্বো ৩০ হালালা। বাণিজ্যিক, কৃষি ও সরকারি খাতে, দাতব্য সংস্থা ও সমবায় সমিতি, সংগঠনের ক্ষেত্রে এ হার নিয়েও পর্যালোচনা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে বাণিজ্যিক খাতে ১ থেকে ৪০০০ কিলোওয়াট আওয়ারের জন্য শুল্ক ১৬ হালালা। ৪০০১ থেকে ৮০০০ কিলোওয়াট আওয়ারের ক্ষেত্রে ২৪ হালালা। ৮০০০ কিলোওয়াট আওয়ারের ওপরে ৩২ হালালা।  একই ভাবে অন্যান্য খাতেও দাম বাড়ানো হয়েছে।

No comments:

Post a Comment