ডগলাস ব্লানচেট। বয়স ৭৫ বছর। এই বয়সেও তার মধ্যে রয়েছে নারীদেহের প্রতি লোভ। আর সেই লোভ পূরণ করতে তিনি ভাড়া করেছিলেন এক দেহপসারিণীকে। তার নাম আমান্দা জোলিকফার। তার বয়স ২৭ বছর। এই দুই অসম বয়সের পুরুষ ও নারী রাস্তায় গাড়ির ভিতর মিলিত হয়েছিলেন শারীরিক সম্পর্কে। তা ধরা পড়েছে যৌনতা বিরোধী ড্রোনের ক্যামেরায়। আর যায় কোথায়! অমনি মামলা। পুলিশ। তারপর বিচারের কাঠগড়া। এ খবর দিয়েছে অনলাইন মিরর। এতে বলা হয়েছে, আমান্দা জোলিকফার একজন পতিতা। তাকে ভাড়া করে ডগলাস ব্লানসেট তুলেছিলেন তার ট্রাকে। সেই ট্রাকের সামনের সিটেই তারা মিলিত হলেন। ঠিক তখনই ধরা পড়লেন ড্রোনে বসানো ক্যামেরায়। তাদের এ দৃশ্যকে ভিডিও ধারণ করা হলো। তারপর বিচারের কাঠগড়া। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরে এ বছরের শুরুর দিকে। কিন্তু ঘটনাটি মিডিয়ায় এসেছে বিলম্বে। বলা হয়েছে, এই নর-নারী আদিম নেশায় মত্ত থাকা অবস্থায় তাদের থেকে কয়েক ফুট উপরে এসে ভিডিও ধারণ করে ওই ড্রোন। এক পর্যায়ে তাতে চোখ পড়ে জোলিকফারের। তিনি চিৎকার করে বলেন- বেবি গ্যাংস্টার। অমনি ভেঙে যায় তাদের রঙ্গলীলা। এ দৃশ্য নিয়ন্ত্রণ কক্ষ থেকে ধারণ করা হয়। তারপর বিচারের মুখোমুখি করা হয় ওই দু’জনকে।
No comments:
Post a Comment