বাংলাদেশের সঙ্গে ৪৩৭৯ কিলোমিটার সীমান্ত এলাকায় সড়ক নির্মাণ ও আধুনিকায়ন করছে ভারত। শুধু বাংলাদেশ সীমান্তেই নয়, একই কাজ করা হচ্ছে পাকিস্তান, চীন ও নেপাল সীমান্তে। গতকাল ভারতের লোকসভায় এ কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। এ খবর দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, লোকসভার প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন মন্ত্রী। এতে তিনি আরও বলেন, ভারত-ভুটান ও ভারত-মিয়ানমার সীমান্তেও সড়ক উন্নয়ন পরিকল্পনা রয়েছে সরকারের। রিজিজু বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে এ কাজ করতে খরচ হয়েছে ৩৫৩ কোটি রুপি। ভারত-পাকিস্তান সীমান্তে এ অংক ৩৭৪ কোটি ৯৩ লাখ রুপি। ভারত-চীন সীমান্তে এ খরচের অংক ৫০২৯ কোটি ২৮ লাখ। ভারত-নেপাল সীমান্তে সড়ক নির্মাণ ও উন্নয়ন খাতে খরচ ১৮০০ কোটি রুপি। ভারত-ভুটান সীমান্তে ১৫০ কোটি রুপি ও ভারত-মিয়ানমার সীমান্তে ১১ কোটি ১১ লাখ রুপি খরচ ধরা হয়েছে। তিনি বলেন, এ বছরের ৩০শে নভেম্বর পর্যন্ত ভারত ও বাংলাদেশ সীমান্তে ৩৫৬০ দশমিক ৭৬ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন হগয়েছে। পাকিস্তানের সঙ্গে ৩৯৭ দশমিক ৭৬ কিলোমিটার, চীনের সঙ্গে ২২৫৯ দশমিক ৪৮ কিলোমিটার ও নেপালের সঙ্গে ৩৬ দশমিক ৭৮ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে। তবে ভুটান-ভারত সীমান্তের কাজ এখনও শুরু হয় নি। তবে ভারত-মিয়ানমার সীমান্তে এ কাজের উপযোগিতা যাচাই করা হচ্ছে।
No comments:
Post a Comment