Wednesday, December 23, 2015

আরও এক মামলায় জামিন পেলেন অনুপ চেটিয়া

জামিন পেলেন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া। তার নামে চারটি মামলা দেখানো হয়েছে। এর মধ্যে ১৭ই ডিসেম্বর দুটি টাডা মামলায় জামিন পেয়েছেন। গতকাল তিনি আরেকটি মামলায় জামিন পেলেন। এ নিয়ে তিনটি মামলায় জামিন পেলেন অনুপ। আজ আরেকটি মামলার শুনানি রয়েছে। যদি এ মামলায় তিনি জামিন পেয়ে যান তাহলে তার মুক্তি পথ উন্মক্ত হবে। গতকাল আসামের একটি আদালত এক লাখ রুপি জামানতের বিনিময়ে তাকে জামিন মঞ্জুর করে। উল্লেখ্য, দীর্ঘদিন কারাভোগের পর গত মাসে তাকে বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দেয়। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, অনুপ চেটিয়ার জামিন আবেদন করলে তাতে অনাপত্তি জানায় আসাম রাজ্য সরকার। এ তথ্য দিয়েছেন অনুপ চেটিয়ার আইনজীবি বিজন মহাজন। রিপোর্টে বলা হয়েছে, গতকাল চেটিয়ার জামিন মঞ্জুর করেন আসামের অতিরিক্ত সেশন জজ। এক লাখ রুপির বন্ড ও দু’জন জামিনদার তার পক্ষে দাঁড়ালে আদালত জামিন দেন। অনুপ চেটিয়া বর্তমানে অবস্থান করছেন গোয়াহাটি কেন্দ্রীয় কারাগারে। ১৭ই ডিসেম্বর তাকে দুটি টাডা মামলায় জামিন দিয়েছে বিশেষ আদালত। চলমান শান্তি সংলাপকে এগিয়ে নিতে ও তাতে তার অংশগ্রহণ নিশ্চিত করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। অনুপ চেটিয়া ১৯৯৭ সাল থেকে বাংলাদেশের জেলে বন্দি ছিলেন। গত মাসে তাকে ভারতের হাতে তুলে দেয় বাংলাদেশ।

No comments:

Post a Comment