অজ্ঞাত একটি বন্ধুভাবাপন্ন গোয়েন্দা সংস্থা ইউরোপের বেশ কয়েকটি শহরে সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করেছে। অস্ট্রিয়ার ভিয়েনায় গতকাল পুলিশের একটি বিবৃতিতে এমনটি বলা হয়েছে। ওই সতর্কতা পেয়েই নতুন করে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ইউরোপজুড়ে বিভিন্ন সংবেদনশীল স্থানে। এ খবর দিয়েছে সিএনএন। বড়দিন ও নতুন বছরের অনুষ্ঠানের মাঝখানে বোমা বিস্ফোরণ ও বন্দুক নিয়ে হামলা হতে পারে বলে দাবি করা হয়েছে পুলিশের বিবৃতিতে। তবে ইউরোপের কোন কোন শহরে হামলার শঙ্কা রয়েছে, তা জানানো হয়নি। ওই গোয়েন্দা সংস্থা কয়েকজন সম্ভাব্য হামলাকারীর নামও জানিয়েছে ইউরোপের দেশগুলোকে। ভিয়েনা পুলিশ অবশ্য বলছে, তদন্ত করে এখন পর্যন্ত বাস্তব ফলাফল পাওয়া যায়নি। সন্ত্রাসী হামলার সতর্কতা পেয়ে ইউরোপের বিভিন্ন দেশের পুলিশ বিভাগ নিরাপত্তা সতর্কতার মাত্রা বৃদ্ধি করেছে। পুলিশের নজরদারি ও পর্যবেক্ষণ বৃদ্ধি পেয়েছে। সার্বজনীন স্থান, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ও জনবহুল স্থানসমূহে পুলিশের উপস্থিতি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আরও বেশি নিরাপত্তা তল্লাসি বাড়ানো হয়েছে।
No comments:
Post a Comment